ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সিরিয়ায় নতুন সংবিধান প্রয়োজন ॥ পুতিন

প্রকাশিত: ০৬:৩০, ১৩ জানুয়ারি ২০১৬

রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সিরিয়ায় নতুন সংবিধান প্রয়োজন ॥ পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সিরীয় গৃহযুদ্ধে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছানোর প্রথম পদক্ষেপ হিসেবে একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য কাজ শুরু করে দেয়া প্রয়োজন সিরিয়ার। যদিও তিনি স্বীকার করেছেন যে, এ প্রক্রিয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। খবর ইয়াহু নিউজ অনলাইনের। পুতিন জার্মান সংবাদপত্র বিল্দয়ে এক সাক্ষাতকারে এ কথাও বলেছেন যে, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের সম্পর্কে যে সঙ্কটের সৃষ্টি হয়েছে তা সিরীয় শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলবে। তিনি সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি রাশিয়ার সমর্থনে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, আমি মনে করি, (সিরিয়ায়) শাসনতান্ত্রিক উদ্যোগ গ্রহণ অতি প্রয়োজন। অবশ্য এটা এক জটিল প্রক্রিয়া এবং এরপর নতুন সংবিধানের ভিত্তিতে সিরিয়ার উচিত হবে শীঘ্রই প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত করা। ৫ জানুয়ারি এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। কেবল ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীদের ওপর মস্কোর বিমান হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের কাছ থেকে কুটনৈতিক চাপের কথা পরোক্ষাভাবে উল্লেখ করে পুতিন বলেন, আইএসের বিরুদ্ধে এ লড়াইয়ে প্রেসিডেন্ট আসাদসহ কয়েকটি সিরীয়বিরোধী গ্রুপকে সামরিক সহযোগিতা দিয়ে যাচ্ছে মস্কো। তিনি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্দেশে বলেন, আসাদ আমাদের সহযোগী, এ ব্যাপারে আপনারা বলছেন। আপনারা কি জানেন যে, আইএসের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র বিরোধীদের আমরা সহায়তা দিচ্ছি? আমরা তাদের সঙ্গে আমাদের যৌথ অভিযানের সমন্বয় ঘটাচ্ছি এবং রণাঙ্গনের বিভিন্ন অংশে আমাদের বিমানবাহিনীর হামলার সাহায্যে তাদের আক্রমণ অভিযানে সহায়তা করছি।
×