ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে ১৯ শতাংশ

প্রকাশিত: ০৬:২৭, ১৩ জানুয়ারি ২০১৬

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে ১৯ শতাংশ

চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ থাকায় গত এক বছরে বিশ্ববাজারে কমেছে খাদ্যের দাম। আগের বছরের তুলনায় ২০১৫ সালে দাম কমেছে ১৯ শতাংশ। জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এফএও এ তথ্য জানিয়েছে। এ নিয়ে টানা ৪ বছরের মতো বিশ্ববাজারে খাদ্যের দাম কমল। উল্লেখ্যযোগ্য দাম কমেছে দুগ্ধজাত পণ্য, চিনি ও খাবার তেলে। এফএওর প্রতিবেদনে দেখা যায়, সবচেয়ে দাম কমেছে দুগ্ধজাত পণ্যে। ২০১৪ সালের তুলনায় এ বছর পণ্যটির দাম কমেছে ২৮.৫ শতাংশ। যা ২০০৯ সালের পর সবচেয়ে কম। এরপরেই আছে চিনি ও খাবার তেল। এ পণ্য দুটির দাম কমেছে এক বছর ব্যবধানে ২১ শতাংশ ও ১৯ শতাংশ। একইভাবে দানা জাতীয় খাদ্যশস্যের দাম কমেছে ১৫.৪ শতাংশ। আর মাংসের দাম কমেছে ১৫.১ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×