ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালানি তেলের দাম আরও কমল

প্রকাশিত: ০৬:২৬, ১৩ জানুয়ারি ২০১৬

জ্বালানি তেলের দাম আরও কমল

আবারও কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ৬ শতাংশ পর্যন্ত কমে বর্তমানে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেল পাওয়া যাচ্ছে ৩১ ডলার ৪৩ সেন্ট দরে। যা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন। সোমবার এ দরপতনের পরপরই চীনের শেয়ারবাজারের সূচকে বড় ধরনের ধস নামে। কয়েকটি সূচকে দরপতন হয়েছে ৫ শতাংশ পর্যন্ত। বিনিয়োগে নতুন করে তৈরি হয়েছে অস্থিরতা। তবে মঙ্গলবার সকাল থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সূচক। রফতানি বাড়ায় গত সপ্তাহেই ইউয়ানের মান কমানোর পদক্ষেপ নিয়েছে চীনা কেন্দ্রীয় ব্যাংক। তবে তেলের দাম কমার তুলনামূলক কম প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। ইউরোপীয় ইউনিয়ন বলছে, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া না হলে ভবিষ্যতে আরও কমবে জ্বালানি তেলের দাম। -অর্থনৈতিক রিপোর্টার
×