ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিকে আল আরাফাহ ব্যাংকের বাস উপহার

প্রকাশিত: ০৬:২৬, ১৩ জানুয়ারি ২০১৬

চবিকে আল আরাফাহ  ব্যাংকের বাস উপহার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিল আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। বাস কেনার জন্য চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর কাছে গত রবিবার ব্যাংকের পক্ষ থেকে তুলে দেয়া হয়েছে ৩৩ লাখ ৩৫ হাজার টাকার একটি চেক। উপাচার্য তা গ্রহণ করে শিক্ষায় অবদান রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চবি উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণভাবে সরকারী আর্থিক মঞ্জুরির ওপর নির্ভরশীল। সরকার থেকে যে আর্থিক মঞ্জুরি পাওয়া যায় তা দিয়ে অনেক ক্ষেত্রেই ভৌত অবকাঠামো উন্নয়নসহ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণা কাজের প্রয়োজন মেটানো সম্ভব হয় না। আর্থিক এই সীমাবদ্ধতা নিরসনে সরকারের পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানসমূহের এবং দেশের ধনাঢ্য ব্যক্তিদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে। উপস্থিত ছিলেন চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. সুলতান আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবদুল করিম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা প্রমুখ।
×