ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে ১১ দিনে ৬৪ লাখ টাকা রাজস্ব আদায়

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জানুয়ারি ২০১৬

কুড়িগ্রামে ১১ দিনে  ৬৪ লাখ টাকা  রাজস্ব আদায়

স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম ॥ কুড়িগ্রাম জেলার সীমান্ত এলাকার হাট থেকে গত ১ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ভারতীয় গরুর করিডর করে ৬৪ লাখ ১৭ হাজার ৫শ’ টাকার রাজস্ব আদায় করেছে বিজিবি। কাস্টমসের সহযোগিতায় এসব রাজস্ব আদায় করা হয়েছে বলে জানায় বিজিবি। কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সূত্র জানায়, দইখাওয়ারচর হাট থেকে ৬৯৬২টি, পাখিউড়ারচর থেকে ২০৫৬টি, নারায়ণপুর থেকে ১৯৭৮টি, শালঝোড় থেকে ১০৫৬টি, ধলডাংগা হতে ১৮৫টি, ময়দান হতে ৬৪টি এবং পাথরডুবি হতে ১১টি। মোট সীমান্তে গবাদি পশুর সংখ্যা ১২,৩২২টি যার রাজস্ব আদায় ৬১ লাখ ৬১ হাজার টাকা এবং ধরলা চেক পোস্টে ৫১৩টি গরু করিডর করা হয় যার রাজস্ব আদায় ২ লাখ ৫৬ হাজার ৫শ’ টাকা। ১১ দিনে সর্বমোট রাজস্ব আদায় ৬৪ লাখ ১৭ হাজার ৫শ’ টাকা।
×