ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে আজ শুরু হচ্ছে এসএমই পণ্যমেলা

প্রকাশিত: ০৬:২৫, ১৩ জানুয়ারি ২০১৬

রাজশাহীতে আজ শুরু হচ্ছে এসএমই পণ্যমেলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে আজ বুধবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে পাঁচদিনব্যাপী ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা।’ আজ বেলা ১১টায় নগরীর গ্রীন প্লাজায় এ মেলার উদ্বোধন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। এ উপলক্ষে মঙ্গলবার রাজশাহী নগরীর এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপক ফাহিম বিন আসমাত, বিসিক রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক ও স্থানীয় মেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউল গনি এবং জেলা তথ্য অধিদফতরের উপ-পরিচালক শামসুজ্জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে জানানো হয় বুধবার সকাল ১০টায় রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। এরপর সকাল ১১টায় নগরীর গ্রীন প্লাজায় মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলায় বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিস অনুষদের ডিন প্রফেসর আমজাদ হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানায়, পাঁচদিনব্যাপী মেলায় রাজশাহী অঞ্চলের উদ্যোক্তাদের নিয়ে ৩৫ স্টল থাকবে।
×