ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক ছিটমহলে নতুন প্রাইমারি স্কুলে শিক্ষক বদলির সুপারিশ

প্রকাশিত: ০৫:৩৭, ১৩ জানুয়ারি ২০১৬

সাবেক ছিটমহলে নতুন প্রাইমারি স্কুলে শিক্ষক বদলির সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সাবেক ছিটমহলে স্থাপিত নতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সেক্ষেত্রে সংসদ সদস্যদের পরামর্শ নিতে বলা হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোন আপীল না করার এবং চলমান আপিলের কার্যক্রম না চালানোর বিষয়েও জোর সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মোঃ মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসেন, সামশুল হক চৌধুরী, মোঃ আবুল কালাম, আলী আজম, মোহাম্মদ ইলিয়াছ এবং উম্মে রাজিয়া কাজল। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম-সচিব, মহাপরিচালক, প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বই বিতরণ ও বিতরণকৃত বইয়ের মান, উপানুষ্ঠানিক শিক্ষা ও গণশিক্ষা কার্যক্রমের অগ্রগতি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিদেশ প্রশিক্ষণ বিষয়ক তথ্যাদি এবং দ্বিতীয় ধাপের শিক্ষকদের বেতন প্রদান এবং তৃতীয় ধাপে স্কুলসমূহের গেজেট করার বিষয়ে আলোচনা করা হয়। কমিটি ২০১৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক শ্রেণীর পাঠ্যপুস্তক ছাপানো সংক্রান্ত তথ্যাদী সংসদীয় কমিটিকে অবহিত করার জন্য এনসিটিবিকে সুপারিশ করে। কমিটি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সাবেক ছিটমহলসমূহে সংসদ সদস্যদের পরামর্শক্রমে চিহ্নিত স্থানে স্থাপিত নতুন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির সুপারিশ করে। বৈঠকে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চলমান মামলাগুলোর রায়ের পর আর কোন আপীল না করার এবং চলমান আপীলের কার্যক্রম না চালানোর বিষয়ে জোর সুপারিশ করা হয়। বৈঠকে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সকল বিষয়ে সঠিক তথ্য পাঠানোর জন্য সুপারিশ করা হয়। কমিটি এনসিটিবি সংগৃহীত ইতিহাস বিকৃত বইগুলো পুড়ে ফেলার জন্য সুপারিশ করেছে।
×