ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুনতাসীর মামুন

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ॥ সেনা কর্মকর্তাদের বয়ান

প্রকাশিত: ০৫:৩১, ১৩ জানুয়ারি ২০১৬

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ॥ সেনা কর্মকর্তাদের বয়ান

১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশে বিভিন্ন সময় নিহত হয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেভাবে গুনে গুনে বেছে বেছে হত্যা করা হয়েছে সে রকম ঘটনা বিরল। বঙ্গবন্ধু হত্যার বিচার দীর্ঘদিন হতে দেয়া হয়নি। সেটি আমাদের জানা। বঙ্গবন্ধু হত্যায় যারা জড়িত ছিলেন তারাই ইনডেমনিটি দিয়েছিলেন। তারাই ছিলেন বেনিফিশিয়ারি। এটি বোঝার জন্য গভীর কোন গবেষণার প্রয়োজন নেই। বঙ্গবন্ধু হত্যা নিয়ে অনেক লেখা হয়েছে। বঙ্গবন্ধু হত্যার বিচারে যে রায় দেয়া হয়েছে তা পড়লেই ষড়যন্ত্র ও এর কুশীলবদের পরিচয় জানা যায়। কিন্তু এর বাইরেও কিছু থেকে যায় বা গেছে। যারা খুনী তারা ছাড়া অন্য যারা ছিলেন তারা কারা, তাদের ভূমিকা কী- সেটা খুব একটা জানা যায় না। এর একটি উৎস হতে পারে সেনা কর্মকর্তাদের ভাষ্য। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৭]
×