ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিডিআর বিদ্রোহের সময় কোথায় গিয়েছিলেন খালেদা ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩০, ১৩ জানুয়ারি ২০১৬

বিডিআর বিদ্রোহের  সময় কোথায়  গিয়েছিলেন খালেদা ॥  হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১২ জানুয়ারি ॥ বিডিআর বিদ্রোহে খালেদা জিয়ার সম্পৃক্ততা রয়েছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, খালেদা জিয়া বিডিআর বিদ্রোহের দিন হঠাৎ করেই সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরবর্তী দু’দিন তাঁর কোন খবর ছিল না। কেন, কী কারণে, কোথায় গিয়েছিলেন তিনি ? এটা সন্দেহজনক। তিনি বলেন, ওই ঘটনার সঙ্গে এর একটা সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায় আমরা বারবার বলেছি, এটার তদন্ত হওয়া উচিত। তদন্ত করে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই বিচারের আওতায় এনে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। মঙ্গলবার সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত এমবিবিএস শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ। তিনি আরও বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এর আগেও আমরা দাবি করেছি, এখনও করছি বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে খালেদা জিয়ার সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হোক। কুষ্টিয়া মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাঃ জামাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার প্রলয় চিসিম, মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী ও জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আমিনুল হক রতন প্রমুখ। বিএনপির আন্দোলন সর্ম্পকে হানিফ বলেন, খালেদা জিয়া বা মির্জা ফখরুলের হুমকি বাংলাদেশের জনগণ সাত বছর ধরে বহু দেখছে। এ নিয়ে বলার কিছু নেই। দেশে কোন গণতন্ত্র নেই বিএনপির এমন অভিযোগ সম্পর্কে হানিফ পাল্টা প্রশ্ন তুলে বলেন, গণতন্ত্রই যদি না থাকত তবে মির্জা ফখরুলরা জনসভায় বক্তব্য রাখতে পারতেন না। গণতন্ত্র আছে বলেই তারা বিভিন্ন জনসভায়, টেলিভিশনে, টকশোতে সরকারবিরোধী বক্তব্য দিতে পারছেন।
×