ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ চার নিশ্চিতের ম্যাচ আজ বাংলাদেশের

প্রকাশিত: ০৫:২৯, ১৩ জানুয়ারি ২০১৬

শেষ চার নিশ্চিতের  ম্যাচ আজ  বাংলাদেশের

রুমেল খান ॥ এক দল তাদের প্রথম ম্যাচ জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে। আরেক দল তাদের প্রথম ম্যাচ ড্র করে কিছুটা চাপে। তাদের চাপ আরেকটু বেশি, কেননা তারা এই আসরের বর্তমান শিরোপাধারী। তাছাড়া জেতা দলটির সঙ্গেই তাদের পরের ম্যাচ, যাদের আগের আসরেই হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এমনই চিত্তাকর্ষক সমীকরণ নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের খেলায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ বনাম বর্তমান চ্যাম্পিয়ন মালয়েশিয়া একাদশ। একই ভেন্যুতে এর আগে বিকেল ৩টায় একই গ্রুপের ম্যাচে নেপাল মোকাবেলা করবে শ্রীলঙ্কার। যশোর পর্ব শেষ, একদিন বিরতি দিয়ে ঢাকা পর্ব শুরু আজ থেকে। এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এক ম্যাচ, এক ম্যাচ’ কৌশলে। প্রথম ম্যাচে যশোরে শ্রীলঙ্কাকে ৪-২ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। সেটি ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার প্রথম ধাপ। আজ দ্বিতীয় জয় দিয়ে শেষ চারে যাওয়াটা নিশ্চিত করতে চান জাতীয় দলের কোচ মারুফুল হক ও অধিনায়ক মামুনুল ইসলাম। মঙ্গলবার বাফুফে ভবনে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মারুফুল বলেন, ‘আমরা খেলতে নামছি শিরোপাধারী দলের বিপক্ষে। প্রথম ম্যাচে আমরা জিতেছি। এখন লক্ষ্য হলো দ্বিতীয় ম্যাচ জিতে শেষ চার নিশ্চিত করা। আমরা ধীরে ধীরে আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই।’ দলে আজ পরিবর্তন আসছে একটি। এ্যাটাকিং মিডফিল্ডার সোহেল রানার বাবার ওপেন হার্ট সার্জারি হয়েছে। স্বাভাবিকভাবেই বাবার পাশে ছুটে গিয়েছেন তিনি। তার বদলে মাঠে নামবেন হেমন্ত ভিনসেন্ট অথবা মিঠুন চৌধুরী। অধিনায়ক মামুনুল বলেন, ‘গতবার কোন্ মালয়েশিয়া ছিল আর এবার কোন্ মালয়েশিয়া তা নিয়ে আমরা ভাবছি না। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা এবং দল যদি ভাল পারফর্মেন্স করে তবে আমরা জিতবো। আমরা ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো। আমার প্রত্যাশা একটিই। আমরা মোটামুটি গোলের যে সুযোগগুলো সৃষ্টি করি তা কাজে লাগানো। শুরুতেই এগুলো কাজে লাগাতে পারলে তা দল ও খেলোয়াড় সবার জন্যই ভাল হয়।’ যশোরে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মালয়েশিয়া। ১৭১ ফিফা র‌্যাঙ্কিংধারী ‘হারিমাও মালায়া’ খ্যাত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে একদিন বেশি সময় পাওয়াতে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পায় ১৭৯ ফিফা র‌্যাঙ্কিংধারী ‘বেঙ্গল টাইগার্স’ খ্যাত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হঠাৎ সূচীবদল বঙ্গবন্ধু গোল্ডকাপে। তাই ঢাকা পর্ব শুরু হচ্ছে এক দিন পরে। তবু বিশ্রামে নেই মামুনুলরা। মঙ্গলবার ম্যাচকে সামনে রেখে বুয়েট মাঠে অনুশীলন করে মারুফুল হকের শিষ্যরা। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আরও চনমনে অনুশীলনে সবাই। এবার যে সেমিফাইনালে যাবার পালা। মালয়েশিয়া বর্তমান চ্যাম্পিয়ন। গত আসরে তাদের সঙ্গে বাংলাদেশের ম্যাচ দেখা হয়নি মারুফুলের। তাই তাদের সম্পর্কে তেমন কোন ধারণা নেই তার। তারপরও এবারের আসরে তাদের প্রথম ম্যাচের ভিডিওটি দেখেছেন তিনি। আর সে অনুযায়ী খেলার রণকৌশল ঠিক করবেন তিনি। গতবার মালয়েশিয়ার কাছে গ্রুপ পর্ব এবং ফাইনালে হেরেছিল বাংলাদেশ। আজকের ম্যাচটা কি তবে বাংলাদেশের জন্য প্রতিশোধের ম্যাচ? কৌশলে প্রসঙ্গটা এড়িয়েই গেলেন মামুনুল, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ। ফাইনালে আমাদের উঠতে হবে। এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’ বঙ্গবন্ধু কাপে ১৯৯৭ সালে যে মালয়েশিয়া দলটি শিরোপা জিতেছিল সে দলের কোচ হাজী ইরফান বাক্তি এবারের দলেও আছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বাংলাদেশকে সমীহ করছি। তারা অনেক ভাল দল। তবে আমরা জয়ের লক্ষ্যেই মাঠে নামবো। ম্যাচটা অনেক কঠিন ম্যাচ হবে। কেননা গতবার বাংলাদেশ-মালয়েশিয়া ফাইনাল খেলেছিল। তবে এবার প্রথম ম্যাচটায় প্রত্যাশিত ফল পাইনি। ওই ম্যাচটি আমরা ড্র করলেও দল ভালই খেলেছে।’ এখন দেখার বিষয়, আজকের ম্যাচের ফল কি হয়।
×