ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পৌরসভার পুনর্নির্বাচন

আওয়ামী লীগের চার ও বিএনপির ৩ জন মেয়র নির্বাচিত

প্রকাশিত: ০৫:২৮, ১৩ জানুয়ারি ২০১৬

 আওয়ামী লীগের চার ও বিএনপির ৩ জন মেয়র নির্বাচিত

জনকণ্ঠ ডেস্ক ॥ গত ৩০ ডিসেম্বর সারাদেশে অনুষ্ঠিত পৌর নির্বাচনের স্থগিত কেন্দ্রগুলোতে মঙ্গলবার পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। এ পুনর্নির্বাচনে সাত জেলায় ৭ জন বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্যে নোয়াখালীর চৌমুহনী, নরসিংদীর মাধবদী, মাদারীপুরের কালকিনি ও বরগুনার বেতাগীতে আওয়ামী লীগ সমর্থিত ৪ জন এবং নীলফামারীর সৈয়দপুর, কুড়িগ্রামের উলিপুর ও ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপি সমর্থিত তিনজনসহ মোট সাতজন বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় ১৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীকে ১৪ হাজার ৭শ’ ৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নরসিংদী ॥ মাধবদী পৌরসভার বাতিল হওয়া নির্বাচন মঙ্গলবার বিক্ষিপ্ত কিছু ঘটনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি মোশারফ হোসেন প্রধান মানিক বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১২ হাজার ১শ’ ৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮ হাজার ২শ’ ৫ ভোট। কালকিনি ॥ কালকিনি পৌর নির্বাচনে মঙ্গলবার স্থগিত দুটি কেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এনায়েত হোসেন বিজয়ী হয়েছেন। রিটার্নিং অফিসার মোঃ আলাউদ্দিন জানান, এতে মোট ১৭টি কেন্দ্রের বেসরকারী ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এনায়েত হোসেন নৌকা প্রতীক নিয়ে ৭১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মোঃ মসিউর রহমান সবুজ নারিকেল গাছ প্রতীকে ৬০৮৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নীলফামারী ॥ সৈয়দপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার ভজে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার স্থগিত চারটি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষে সন্ধ্যায় রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন বেসরকারী ফলাফলে এ ঘোষণা দেন। বরগুনা ॥ বেতাগিতে আওয়ামী লীগের এবিএম গোলাম কবির দুই হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হুমায়ুন কবির মল্লিক পেয়েছেন এক হাজার ৬৩৫ ভোট। কুড়িগ্রাম ॥ উলিপুর পৌরসভায় বিএনপির প্রার্থী তারিক আবুল আলা ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন ফল ঘোষণা করেন। বিএনপি প্রার্থী তারিক আবুল আলা পান আট হাজার ৯৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খেজুর গাছ মার্কা নিয়ে পান পাঁচ হাজার ৮৫৩ ভোট। আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হামিদ নৌকা প্রতীক নিয়ে পান পাঁচ হাজার ৪৪৬ ভোট। ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও পৌরসভার স্থগিত ৩টি কেন্দ্রের নির্বাচন মঙ্গলবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। বেসরকারীভাবে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই ধানের শীষ মার্কায় মির্জা ফয়সল আমীন মেয়র নির্বাচিত হয়েছেন। এই পৌরসভার ২১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১৯ হাজার ১শ’ ৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী নৌকা মার্কা নিয়ে তহমিনা আখতার মোল্লা পেয়েছেন ১২হাজার ৬শ’ ৪৬ ভোট। যশোর ॥ যশোর পৌরসভার ৫নং ওয়ার্ডের সরকারী এম এম কলেজের স্থগিত হওয়া কেন্দ্রের ভোট মঙ্গলবার পুনরায় গ্রহণ করা হয়েছে। স্থগিত এই কেন্দ্রে কাউন্সিলর পদে রাজিবুল আলম বেশি ভোট পেলেও অন্য কেন্দ্রে এগিয়ে থাকায় বেসরকারীভাবে জয়ী হয়েছেন সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান মনি চাকলাদার। ফরিদপুর ॥ মঙ্গলবার নগরকান্দা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের স্থগিত মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। মেয়র পদে আ. লীগ প্রার্থী মোঃ রায়হানউদ্দীন মিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা কেন্দ্রের মোট ভোটার সংখ্যার চেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী থাকায় এ নির্বাচনে ভোটাররা শুধুমাত্র সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোট প্রদান করেন। কলাপাড়া ॥ কুয়াকাটা পৌরসভা নির্বাচনে স্থগিত থাকা ৮নং ওয়ার্ডের পাঞ্জুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ৩২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভালুকা ॥ ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের স্থগিত নির্বাচনে কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মোঃ শাহাব উদ্দিন খান (উট পাখি) ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোছাঃ ফরিদা ইয়াসমিন (কাঁচি) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
×