ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি

প্রকাশিত: ২৩:১৮, ১২ জানুয়ারি ২০১৬

ডিএসইর ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। কোন কোন স্থানে থেকে ওয়েবসাইট ওপেন হলেও কোথাও কোথাও সাইট ওপেন না হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ডিএসইর পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা স্বীকার করে যান্ত্রিক ত্রুটির কথা বলা হয়েছে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন স্থানে ওয়েবসাইট ওপেন করা সম্ভব হয়নি। অভিযোগে জানা গেছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সকাল থেকেই বেশ কয়েক স্থানে ডিএসইর সাইট ওপেন হচ্ছে না। সেখান থেকে বলা হয় অন্যান্য সাইট এবং সার্ভিস সব ঠিক থাকলেও আমরা ডিএসইর সাইট দেখতে পাচ্ছি না। কারণ এখানে ঢুকার সাথে সাথে সাইট ওপেন হচ্ছে না। আর এতে চরম ভোগান্তিতে পড়েছে বিনিয়োগকারীরা। তবে ব্রোকারেজ হাউসে বিনিয়োগকারীদের লেনদেনে সমস্যা হয়নি। এ বিষয়ে ডিএসইর এক উর্ধ্বতন বলেন, সোমবার থেকেই আমাদের সাইটে এমন কিছু সমস্যা দেখা দিয়েছে। কি কারণে এমন হচ্ছে তা জানতে চাইলে তিনি বলেন এটা আসলে যান্ত্রিক ত্রুটি ছাড়া আর কিছুই নয়।
×