ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢামেকে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি

প্রকাশিত: ২২:২৭, ১২ জানুয়ারি ২০১৬

ঢামেকে চিকিৎসকদের দুই ঘণ্টা কর্মবিরতি

অনলাইন ডেস্ক॥ অষ্টম জাতীয় বেতন স্কেলে বৈষম্যের কারণে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বার্ন ইউনিটের চিকিৎসকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতির কারণে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের পড়তে হয়েছে ভোগান্তিতে মঙ্গলবার দুপুর ১২টায় কর্মবিরতি শুরু হয়ে শেষ হয় দুইটায়। ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানান, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি চালিয়ে যাবেন তারা। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আব্দুল গফুর সংবাদমাধ্যমকে জানান, কর্মবিরতির কথা চিকিৎসকরা তাকে লিখিতভাবে জানাননি। তবে কর্মবিরতির হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকলেও জরুরি বিভাগ খোলা ছিল বলে জানান তিনি।
×