ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪০ কলার পেট থেকে বেরিয়ে আসল চেইন!

প্রকাশিত: ২২:২৫, ১২ জানুয়ারি ২০১৬

৪০ কলার পেট থেকে বেরিয়ে আসল চেইন!

অনলাইন ডেস্ক॥ ছিনতাইকারীর পেট থেকে স্বর্নের চেইন বের করতে এক অভিনব এবং অপ্রচলিত পদ্ধতি কাজে লাগিয়ে সফল হয়েছে ভারতের মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশ সেই ছিনতাইকারীকে জোর করে ৪০টি কলা খাইয়ে তার পেট থেকে স্বর্নের চেইনটি উদ্ধার করে। মুম্বাইয়ের সড়কে এক নারীর গলা থেকে ছিনিয়ে নিয়ে চেইনটি গিলে ফেলে ওই ছিনতাইকারী। তবে ধরা পড়ার পর তিনি চেইন চুরির কথা অস্বীকার করেন। কিন্তু এক্স-রে রির্পোট বলে ভিন্ন কথা। চিকিৎসকেরা অস্ত্রোপচারের কথা বললেও, মুম্বাই পুলিশ ব্যয়বহুল সেই পথে যেতে চায়নি। বরং সহজ উপায়ে কলা খাইয়ে পায়ুপথে চেইন বের করে আনার পদ্ধতি ব্যবহার করে। মুম্বাই পুলিশের সিনিয়র এক কর্মকর্তা বলেন, ‘এক দিনে তাকে ৪০টিরও বেশি কলা খাওয়ানো হয়। এরপর চেইনটি বেরিয়ে আসে। আমরা সেটি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করেছি।’ জানা যায়, এই প্রথম নয় এর আগেও চুরি যাওয়া দ্রব্য পেট থেকে উদ্ধারে এই পদ্ধতি ব্যবহার করেছে মুম্বাই পুলিশ। এর আগে জুলাইতে এক চোরকে দুই ডজন কলা এবং কয়েক লিটার দুধ খাইয়ে একই ভাবে চেইন উদ্ধার করা হয়েছিল। এপ্রিলে এক চোর পাঁচ ডজন কলা খাওয়ার পর একটি বড় লকেট সহ চেইন পায়ু পথে বের করে। কিন্তু এসব ক্ষেত্রে চোর সফলতার সঙ্গে খোয়া যাওয়া দ্রব্য বের করে দিলেও, বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা সেটি নিতে অস্বীকৃতি জানায়। এমনকি জুয়েলার্সেও নিয়ে যায় প্লাস্টিকের ব্যাগে করে।
×