ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মনবাড়িয়ার সাথে সারাদেশের ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন, হামলা ভাংচুর

প্রকাশিত: ২২:২৪, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মনবাড়িয়ার সাথে সারাদেশের ট্রেনযোগাযোগ বিচ্ছিন্ন, হামলা ভাংচুর

স্টাফ রিপোর্টার ব্রাহ্মনবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের নির্যাতনে মাদ্রাসা ছাত্র নিহতের প্রতিবাদে সারা শহরের উত্তেজনা বিরাজ করছে। শহরের বিভিন্ন পয়েন্টে মাদ্রাসা ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করে। তারা জেলা ও সদর থানা পুলিশের ৩ কর্মকর্তার অপসারণ দাবী করেছে। আজকের হরতালকালে শহরের ধীরেন্দ নাথ দত্ত ভাষা চত্বর, রেলওয়ে স্টেশন, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অগ্নিসংযোগ ও ভাংচুর করে। বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে। হরতালকালে টিএ রোড ও ব্রীজ এলাকায় কয়েক দফা সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে। রেলওয়ে স্টেশনের ষ্টেশন মাষ্টার ,সহকারী স্টেশন মাষ্টার এর কক্ষ সহ ৮ টি কক্ষ ব্যাপক ভাংচুর করে। রেলওয়ের পার্সেল রুমের সকল মালা মাল ও গুরুত্বর্পন কাগজ পত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়া হয়। রেলওয়ের সিগন্যাল বোর্ড ভেঙ্গে ফেলায় রাজধানী ঢাকার সঙ্গে দেশের পূর্বাঞ্চরের সকল সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জামিয়া ইউনুসিয় ইসলামিয়া মাদ্রাসায় হামলা ও ভাংচুরের প্রতিবাদে আগামীকাল বুধবার সারাদেশে হরতাল ডেকেছে কওমি মাদ্রাসার ছাত্র-ঐক্য পরিষদ। এদিকে আজকের হরতালে শহরের দোকান পাট দিনভর বন্ধ থাকে। প্রধান সড়কে কোন প্রকার যাবাহন চলাচল করে নি। সদর থানার ভারপ্রাপ্ত কবর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গত রাতের সংঘর্ষে একজন নিহত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোশাররফ হোসেন বলেছেন, আমরা মাদ্রাসার নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। সমঝোতার মাধ্যমেই সকল সমস্যার সমাধান হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মফিজুর রহমা ভুইয়া বলেন, আমরা শান্তি চাই। সহিংসতা চাই না।
×