ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্যালাপের জরিপে সবচেয়ে আশাবাদী দেশ বাংলাদেশ

প্রকাশিত: ২২:১৭, ১২ জানুয়ারি ২০১৬

গ্যালাপের জরিপে সবচেয়ে আশাবাদী দেশ বাংলাদেশ

অনলাইন ডেস্ক‍॥ আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপের একটি প্রতিষ্ঠানের গবেষণা বলছে নতুন বছরে সবচেয়ে আশাবাদী দেশ বাংলাদেশ। আর নতুন বছর অফুরন্ত অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে-এমন বিশ্বাসের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। আগের বছরের চেয়ে নতুন বছরের সম্ভাবনা নিয়ে বিশ্বের ৬৮টি দেশের মধ্যে এই জরিপ চালায় আন্তর্জাতিক বাজার গবেষণা ও জনমত জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন বা উইন। তিনটি আলাদা সূচকের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ১০টি আশাবাদী ও শীর্ষ ১০টি নৈরাশ্যবাদী দেশের তালিকা করেছে জরিপ সংস্থাটি। আশাবাদ, অর্থনৈতিক সম্ভাবনা ও সুখ— এ তিন সূচক এ ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়। গত বছরের সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ে বিশ্বব্যাপী ৬৬ হাজার ৪০ জন মানুষের ওপর জরিপটি চালায় গ্যালাপ। অংশগ্রহণকারী প্রতিটি দেশের প্রায় এক হাজার নারী-পুরুষের সাক্ষাৎর নিয়ে সংগ্রহ করা হয় তথ্য। প্রাপ্ত এ তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করে উইন-গ্যালাপ। আশাবাদ সূচকে বাংলাদেশের পরের স্থানগুলোয় রয়েছে চীন (৭০ শতাংশ), নাইজেরিয়া (৬৮ শতাংশ), ফিজি (৬১ শতাংশ), মরক্কো (৫৭ শতাংশ), সৌদি আরব (৫৬ শতাংশ), ভিয়েতনাম (৫৫ শতাংশ), আর্জেন্টিনা (৫৩ শতাংশ), ভারত (৪৭ শতাংশ) ও পাকিস্তান (৪২ শতাংশ)। বাংলাদেশের ৮১ শতাংশ মানুষের প্রত্যাশা, ২০১৬ সালে তাদের জীবনে সমৃদ্ধি আসবে। ৭ শতাংশ মানুষ এ বিষয়ে নৈরাশ্যবাদী। জরিপে অংশ নেয়া ১১ শতাংশ মানুষ মনে করছে, তাদের বর্তমান অবস্থার পরিবর্তন এ বছরে ঘটবে না। আর ২ শতাংশ মানুষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সব মিলিয়ে ৭৪ শতাংশ বাংলাদেশী চলতি বছর উন্নত ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে বিশ্বের সবচেয়ে আশাবাদী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে নাইজেরিয়া। দেশটির ৬১ শতাংশ মানুষ মনে করে অর্থনৈতিক খাতে এ বছর তারা আগের বছরের চেয়ে বেশি অগ্রগতি করবে। অর্থনৈতিক সমৃদ্ধি-সংক্রান্ত এই ক্যাটাগরিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। এর পরের স্থানগুলোয় রয়েছে যথাক্রমে চীন (৫৪ শতাংশ), ভিয়েতনাম (৫৩ শতাংশ), পাকিস্তান (৫০ শতাংশ), ভারত (৪৪ শতাংশ), মরক্কো (৪৪ শতাংশ), ফিজি (৩৯ শতাংশ), সৌদি আরব (৩২ শতাংশ) ও আর্জেন্টিনা (২৮ শতাংশ)। উইনের জরিপে অংশ নেয়া ৬৬ শতাংশ বাংলাদেশী বলেছেন নিজেদের জীবন নিয়ে তারা সন্তুষ্ট। ২০১৪ সালে এমন মানুষের সংখ্যা ছিল ৭০ শতাংশ। এ ছাড়া নিজেদের জীবন নিয়ে বাংলাদেশে সুখী মানুষের সংখ্যা ৬০ শতাংশের ওপরে। আশাবাদী দেশের তালিকার বাইরে হতাশাবাদী বা অসুখী দেশের তালিকাও প্রকাশ করেছে উইন-গ্যালাপ। নতুন বছর নিয়ে সার্বিকভাবে শীর্ষ হতাশাবাদী দেশ ইতালি। আর সবচেয়ে অসুখী দেশ হলো ইরাক।
×