ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দপুরে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ-শপথ গ্রহণ

প্রকাশিত: ২১:৫২, ১২ জানুয়ারি ২০১৬

সৈয়দপুরে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ-শপথ গ্রহণ

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে ২০১৫ রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় ইএমই সেন্টার অ্যান্ড স্কুল সৈয়দপুর সেনানিবাসের শহীদ নুরুল আবছার প্যারেড গ্রাউন্ডে উক্ত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মাসুদ রাজ্জাক, এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি। শপথ বাক্য পাঠ করান ক্যাপ্টেন নাজমুন নাহার। জিওসি ও এরিয়া কমান্ডার বলেন, যে সকল সদস্য ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে ও দেশাত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করতে হবে। নবীন সৈনিকদের দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আতœনিয়োগ করারও উপদেশ দেন তিনি।
×