ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর পৌরসভার স্থগিত ৪ কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ২১:৫১, ১২ জানুয়ারি ২০১৬; আপডেট: ০১:২০, ২৯ জুন ২০২২

সৈয়দপুর পৌরসভার স্থগিত ৪ কেন্দ্রে শান্তিপূর্নভাবে ভোটগ্রহণ চলছে

স্টাফ রির্পোটার, নীলফামারী॥ সৈয়দপুর পৌরসভায় ৩২টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি স্থগিত কেন্দ্রের সুষ্ঠ ও শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এই রির্পোট পাঠানো পর্যন্ত (দুপুর ২টা) কোথাও কোন অপ্রীতিকরন ঘটনার খবর পাওয়া যায়নি। এই ৪টি ভোট কেন্দ্র যথক্রমে মুসলিম উচ্চ বিদ্যালয়, ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী পুরুষ ভোটারটা বিশেষ নিরাপক্তা ব্যবস্থা ভোট প্রদান করছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এরমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে একজন করে ম্যাজিষ্ট্রেট, নির্বাচন কমিশন কর্তৃক একজন করে পর্যবেক্ষক কর্মকর্তা, একজন এসআইয়ের নেতৃত্বে ১০ জন পুলিশ, ১৭ জন আনসার সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। এ ছাড়া ৩২ সদস্যের বিজিবি এবং ২০ সদস্যের র‌্যাব

×