ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা বৃটিশ বাংলাদেশী গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার দিলেন

প্রকাশিত: ২১:৪৪, ১২ জানুয়ারি ২০১৬

আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা বৃটিশ বাংলাদেশী গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার দিলেন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ আন্তর্জাতিক শিক্ষা উদ্যোক্তা বৃটিশ বাংলাদেশী ড. নুরুল করিম কর্তৃক গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার প্রদান ও সাংবাদিকদের সাথে সোমবার রাতে মতবিনিময় সভায় মিলিত হন। গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু ও তার সফর সঙ্গী সাপ্তাহিক চলতি ধারার সম্পাদক এম.বি. আলম। এসময় প্রেসক্লাবের সদস্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি কেরামত উল্যাহ বিপ্লবের সহযোগিতায় সাংবাদিক বান্ধব বৃটিশ বাংলাদেশী ড. নুরুল করিম রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, রংপুর, পীরগঞ্জ ও গাইবান্ধা প্রেসক্লাবে কম্পিউটার বিতরণ করেন। এসময় তিনি উল্লেখিত ৮টি জেলার প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় মিলিত হন। উল্লেখ্য, ড. নুরুল করিম সম্পুর্ণ ব্যক্তিগত উদ্যোগে দেশের ৬৪টি জেলার ৪৬৮টি উপজেলার প্রেসক্লাবে প্রায় ৯শ’ প্রেসক্লাবে সাংবাদিকতার মান উন্নয়নে কম্পিউটার প্রদানের এক ব্যতিক্রম ধর্মী কর্মসূচী গ্রহণ করেছেন।
×