ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে নিষিদ্ধ পল্ল¬ী থেকে ফিরেছে অপহৃত স্কুল ছাত্রী ॥ মামলা

প্রকাশিত: ২১:৪২, ১২ জানুয়ারি ২০১৬

বাগেরহাটে নিষিদ্ধ পল্ল¬ী থেকে ফিরেছে অপহৃত স্কুল ছাত্রী ॥ মামলা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট॥ বাগেরহাটের চিতলমারী রহমতপুর কলেজিয়েট স্কুলের ৮ম শ্রেণির এক ছাত্রী অপহরণের পর ২ লাখ টাকা বিক্রির আগে পাচারকারীদের কবল থেকে নিজ বুদ্ধিমত্তায় পালিয়ে রক্ষা পেয়েছে। ফিরে আসা ওই অসুস্থ ছাত্রীকে চিকিৎসার জন্য চিতলমারী হাসপাতালে ভর্তি পর সোমবার বিকেলে বাগেরহাট সদর হাসপাতালে মেডিকেল পরিক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় রাতে চিতলমারী থানায় একটি অপহরণ মামলা হয়েছে। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সপ্তাহে দিনের বেলা ওই স্কুল ছাত্রীকে কয়েকজন লোক রহমতপুর রাস্তা থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে ঢাকায় নিয়ে ইনজেকশান দিয়ে একটি নিষিদ্ধপল্লীতে আটকে রাখে। প্রায় ৫ দিন পর ওই ছাত্রী কৌশলে পালিয়ে তার মামা শামীম শেখকে ফোন করে। খবর পেয়ে মামা দ্রুত তাকে উদ্ধার করে। । এ ব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম জানান, বিষয়টি নিয়ে ভিকটিমের মা বাদী হয়ে থানায় একটি একটি মামলা দায়ের করেছে। মামলার তদন্ত চলছে আসামী যেই হোক তাদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
×