ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সংখ্যালঘু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২১:০৮, ১২ জানুয়ারি ২০১৬

কলাপাড়ায় সংখ্যালঘু ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া ॥ জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ৩৬ লাখ টাকা চাঁদা না পেয়ে যতীন্দ্র নাথ বেপারীকে নিজেরাই লুকিয়ে রেখে মিথ্যা অপহরণ মামলা করা হয়েছে। এমন অভিযোগ এনে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সংখ্যালঘু ব্যবসায়ী বিষ্ণু কর্মকার। এসময় এ মামলার অপর ৬ আসামি উপস্থিত ছিলেন। রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। লিখিত বক্তব্যে বিষ্ণু জানান, লতাচাপলী মৌজার এসএ ৯৫৯ নম্বর খতিয়ানের ৯২৫সহ ১৭ টি দাগের অংশ থেকে তারা দীর্ঘবছর আগে এক একর ১৭ শতক জমি ক্রয় করেন। এ জমি তিনিসহ অপর অংশীদাররা কুড়ি বছর ভোগদখল করে আসছেন। কিন্তু ২৫ নবেম্বর ওই জমি দাবি করে জগদীশ চন্দ্র বেপারী ও যতীন্দ্র নাথ বেপারী পটুয়াখালী যুগ্ন জেলা জজ আদালতে একটি মামলা করেন। এরপরে ৭ ডিসেম্বর কলাপাড়ায় থানায় একটি জিডি করেন। আবার ১৩ ডিসেম্বর কলাপাড়া থানায় আরও একটি জিডি করেন। এমনকি একই দিনে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অপহরন মামলা করেন। মামলায় জগদীশ চন্দ্র দাবি করেন তার ভাই যতীন বেপারীকে খুন করে লাশ গুম করা হয়েছে। বিষ্ণু কর্মকার দাবি করেন তাদের কাছে বিপুল অংকের টাকা না পেয়ে এমন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও দাবি করেন যতীন্দ্র নাথ বেপারী ২০-২৫ বছর আগে মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে ভারতে চলে গেছেন। কিন্তু মামলায় তাদের ঠিকানা লেখা রয়েছে বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের কথা। সংবাদ সম্মেলনে বিষ্ণুসহ এ মামলার আসামিরা তাদেরকে হয়রাণী করতে এ মামলা করা হয়েছে বলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন। ইতোপুর্বেও ওই চক্রের এমন অপহরন নাটক করার কথাও দাবি করেছেন বিষ্ণু কর্মকার। কলাপাড়া থানার ওসি মোহাঃ আজিজুর রহমান জানান, বিষয়টি তদন্ত শেষ না করে কিছুই বলা সম্ভব নয়।
×