ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দখলের শহর পার্বতীপুর

প্রকাশিত: ২১:০৬, ১২ জানুয়ারি ২০১৬

দখলের শহর পার্বতীপুর

নিজস্ব সংবাদদাতা,পার্বতীপুর॥ পার্বতীপুরে সরকারী সম্পত্তি দখলের মহোৎসব চলছে। এব্যাপারে বেপরওয়া হয়ে উঠেছে সংঘবদ্ধ ভূমিগ্রাসীরা। অবস্থাদৃষ্টে অনেকেই বলেছেন এভাবে চলতে থাকলে একসময় সরকারী সম্পত্তির অস্তিত্ব খুঁেজে পাওয়া যাবেনা। এখানে রেলের সম্পত্তির পরিমান সবচেয়ে বেশী। রয়েছে অর্পিত, রিফিউজি ল্যান্ড ও রাস্তার পার্শ্বস্থ জেলা পরিষদের সম্পত্তি। এগুলো বিনাবাধায় বেহাত হয়ে যাচ্ছে। দেখার কেউ নেই । সূত্রমতে পড়ে থাকা রেলের ফাঁকা জায়গা অনেক আগেই দখল হয়ে সেগুলোতে বসতবাড়ী নির্মিত হয়েছে। অবশিষ্টগুলো এখনও দখল হচ্ছে। শহরের আদর্শ ডিগ্রি কলেজ সংলগ্ন ও লোকোসেড়ের পর্বপার্শ্বে গুলপাড়ায় কয়েশ একর রেলের জমি একযুগ আগে দখল হয়ে সেখানে বসতি গড়ে উঠেছে। পার্বতীপুর শহরে শহীদ মিনার থেকে উত্তরে সাব-রেজিষ্ট্রারী অফিস পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে অবৈধভাবে নির্মিত দোকানপাটে ভরে গেছে। জমির মালিক রেল হলেও দখলদাররা মালিক সেজে খাজনা-ট্যাক্স না দিয়ে দিব্যি ব্যবসা-বানিজ্য করছে। যোগাযোগ করলে দিনাপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম মঙ্গলবার দুপুরে জনকন্ঠকে জানান, স্ব-স্ব ডিপার্টমেন্টের সম্পত্তি রক্ষার্থে তাদেরকেই ব্যবস্থা নিতে হবে। তাদের উপর অর্পিত দায়িত্ব যথাথতভাবে পালন করতে হবে। এ ব্যাপারে জেলা প্রশাসনের কাছে সহযোগীতা চাইলে আমরা অবশ্যই এগিয়ে যাব। তারপরও গুরুত্ব সহকারে বিষয়টি তিনি দেখবেন ।
×