ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পার্থে ১ম ওয়ানডেতে ভারতের সংগ্রহ ৩০৯/৩ (৫০)

প্রকাশিত: ২০:৪৪, ১২ জানুয়ারি ২০১৬

পার্থে ১ম ওয়ানডেতে ভারতের সংগ্রহ ৩০৯/৩ (৫০)

অনলাইন ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার পার্থের মাঠকে বলা হয় দ্রুত গতির বোলারদের স্বর্গরাজ্য। কিন্তু আজ অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার দ্রুতগতির বোলাররা খুব একটা সুবিধা করতে পারেনি। ভারতের ব্যাটসম্যানরা প্রথম থেকে দ্রুত গতিতে রান করতে শুরু করে। টসে জিতে ভারতের অধিনায়ক ধোনি প্রথমে ব্যাটিং করার সিন্ধান্ত নেন। ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে প্রথম শেসনে ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারত করে ৩০৯ রান। রোহিত শর্মার অপরাজিত ১৭১ কোহালির ৯১ রানের সুবাদে ভারত এই বিশাল রান সংগ্রহ করে। এই দুই ব্যাটসম্যান ২য় উইকেট জুটিতে ২০৭ রান সংগ্রহ করে। রোহিত ১৩ টি চার ও ৭ টি ছয়ের সহার্যে ১৬৩ বোলে এই রান করেন। ৪ নাম্বারে ব্যাটিং করতে আসেন অধিনায়ক ধোনি। ১৩ বলে ১৮ রান করে আউহ হয়ে যান। রোহিতের সঙ্গে জাদেজা ১০ রান করে অপরাজিত থাকেন। পার্থের পিচে তিনশত রান অতিক্রম করে জেতাটা কঠিন কাজ। তারপরে দেশের মাটিতে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে থাকবে। এর আগে ভারত দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতলেও সাউথ আফ্রিকার কাছে ওয়ানডে সিরিজে হেরে যায়। অপর দিকে সদ্য সমাপ্ত সিরিজে শ্রীলঙ্কাকে সব ফর্মেটে হারানোর কারনে এগিয়ে রাখতেই হচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম ওয়ানডেতে আজ অস্ট্রেলিয়ার জোয়েল প্যারিস ও স্কট বোল্যান্ডর এর অভিষেক হয়েছে। আর ভারতের অভিষেক হয়েছে বারিন্দর স্রানের। দেখার বিষয় অস্ট্রেলিয় ২য় শেসনে জয়ের জন্য ২১০ রান তুলতে পারে কি না।
×