ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

“আমরা সচিবদের সঙ্গে নিজেদের তুলনা দিচ্ছি না” অধ্যাপক ফরিদ উদ্দিন

প্রকাশিত: ২০:১৬, ১২ জানুয়ারি ২০১৬

 “আমরা সচিবদের সঙ্গে নিজেদের তুলনা দিচ্ছি না”  অধ্যাপক ফরিদ উদ্দিন

অনলাইন ডেস্ক॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী যে আমাদের বলছেন, আমরা সচিবদের সঙ্গে নিজেদের তুলনা দিচ্ছি। আমরা তাদের সঙ্গে তুলনা দেব কী? আমরা তাদের তৈরি করি, আমরা তাদের পড়াই। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনসংলগ্ন বটতলায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি চলাকালে সাংবাদিকদের এ কথা বলেন অধ্যাপক ফরিদ উদ্দিন। ফেডারেশনের সভাপতি আরো বলেন, আমরা বেতন-ভাতা বৃদ্ধি চাই না, আমরা মান-মর্যাদা চাই। অষ্টম জাতীয় পে-স্কেল কাঠামো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অনির্দিষ্টকালের মর্যাদার আন্দোলনের প্রথম দিনেই ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেছেন, সচিবদের মর্যাদা চাইলে বিসিএস দিয়ে সচিব হয়ে গেলেই পারেন। তবে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষকদের বক্তব্য ভিন্ন। তারা বলেছেন, আমরা সচিব হতে যাব কেন, আমরা সচিব বানাই। একই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষকরা। গত বছরের মাঝামাঝিতে অষ্টম বেতন কাঠামো প্রস্তাবের পর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা নানা কর্মসূচিতে নিজেদের মর্যাদাহানি ও সুবিধা কমে যাওয়ায় আপত্তি জানিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী অষ্টম বেতন কাঠামোয় অসঙ্গতি দূর করতে বেঁধে দেওয়া সময় শেষ হওয়ায় সোমবার থেকে ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শিক্ষকদের কঠোর কর্মসূচির কারণে ইতিমধ্যে অচল হয়ে পড়েছে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়। আর এ দিনই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, আপনারা শিক্ষক, আপনারা সম্মান নিয়ে থাকুন। সমস্যা হলে আমরা দেখব।
×