ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুদ্রা পাচার: তারেকের বিরুদ্ধে সমন

প্রকাশিত: ১৯:৪৯, ১২ জানুয়ারি ২০১৬

মুদ্রা পাচার: তারেকের বিরুদ্ধে সমন

স্টাফ রিপোর্টার॥ মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে সমন জারির নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই সঙ্গে সমনের বিষয়টি জানিয়ে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে আদালত। জজ আদালতে এ মামলা থেকে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেককে দেওয়া খালাসের রায়ের বিরুদ্ধে দুদকের করা আপিল শুনানির দিন ধার্যের জন্য মঙ্গলবার হাই কোর্টের কার্যতালিকায় এলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়। হাই কোর্টে এ মামলার পরবর্তী দিন রাখা হয়েছে ১৪ ফেব্রুয়ারি। এদিন দুদকের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান; তারেকের পক্ষে ছিলেন রাগীব রউফ চৌধরী। আদেশের পর খুরশীদ আলম জানান, আদালত তারেকের প্রতি নোটিস জারি করতে নির্দেশ দিয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখাকে সমন জারির বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ঘুষ হিসাবে আদায়ের পর ২০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে করা এই মামলার রায়ে ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন ৩০১৪ সালের ১৭ নভেম্বর তারেককে বেকসুর খালাস দেন। আর তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে দেওয়া হয় সাত বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড। দুর্নীতি দমন কমিশন ওইবছর ৫ ডিসেম্বর তারেকের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করে। শুনানি শেষে গতবছর ১৯ জানুয়ারি হাই কোর্ট দুদকের আপিল গ্রহণ করে আসামি তারেক রহমানকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়। এ মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক। গত আট বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। আত্মসমর্পণ করলে তিনি জামিন চাইতে পারবেন।
×