ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চান শিক্ষকরা

প্রকাশিত: ১৯:১১, ১২ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর কাছে ৫ মিনিট সময় চান শিক্ষকরা

অনলাইন ডেস্ক‍॥ প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটের জন্য সময় চান বেতনবৈষম্য নিরসনের দাবিতে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা এই সমস্যা সমাধানের জন্য আট মাস ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি। কিন্তু দেখা করার সুযোগ পাচ্ছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে পাঁচ মিনিটের জন্য দেখা করে আলোচনা করলে আশা করি এই সংকট নিরসন হবে। ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বেতনভাতা বাড়ানোর জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। আমরা চাই আমাদের পদমর্যাদা অক্ষুন্ন রাখতে। তাই এ বিষয়টি মাথায় রাখতে সরকারকে প্রতি আহ্বান জানাচ্ছি।’ গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে করে প্রধানমন্ত্রী বলেছিলেন, পেটের ক্ষুধা মিটালাম, এখন কেউ প্রেস্টিজ নিয়ে টানাটানি শুরু করেছেন। এতো বেতন বাড়ানোর পরও কারও কারও কেন অসন্তোষ তা আমার বোধগম্য নয়। প্রধানমন্ত্রী বলেন, আপনারা সচিবের মর্যাদা চাইলে চাকরি ছেড়ে বিসিএস পরীক্ষা দিয়ে সচিব হয়ে যান। কোনো দাবি ছাড়াই আমি শিক্ষকদের বয়স ৬৫ বছর করে দিয়েছি; তারা কি চান এখন সচিবদের সঙ্গে মিলিয়ে আবার তাদের বয়স ৫৯ বছর করি। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জবাবে ফরিদ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে কথা না বলে একতরফাভাবেই এসব কথা বলেছেন। আমাদের কাছ থেকে শুনলে তিনি হয়তো এমন বলতেন না। আমরা কাউকে প্রতিপক্ষ ভাবি না। আমরা চাই সমস্যা সমাধান করে ক্লাসে ফিরে যেতে।
×