ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফিফার বর্ষসেরা একাদশ

প্রকাশিত: ১৮:৪৬, ১২ জানুয়ারি ২০১৬

ফিফার বর্ষসেরা একাদশ

অনলাইন ডেস্ক‍॥ লা লিগাকে এখনও কেন বিশ্বের অন্যান্য লিগের তুলনায় সেরা বলা হয় তাঁর প্রমাণ আরও একবার পাওয়া গেল। সুইজারল্যান্ডের জুরিখে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ঘোষিত হল ফিফার বর্ষসেরা দল। দলে লা লিগা থেকে রয়েছে আট ফুটবলার। এর থেকেও বলা ভাল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে রয়েছেন চার জন করে খেলোয়াড়। ডিফেন্ডার হিসেবে রয়েছেন রিয়ালের সার্জিও রামোস, মার্সেলো এবং বার্সেলোনার ব্রাজিলীয় তারকা দানি আলভেস। মাঝ মাঠে দু’দলের খেলোয়াড়ের সংখ্যাটা এক-এক। রয়েছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও লুকা মড্রিচ। কিন্তু ফরোয়ার্ড লাইনে আবার বার্সার আধিপত্য। মেসি ও নেইমারের সঙ্গে রয়েছেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া বাকি তিন ফুটবলার গোলরক্ষক হিসেবে নির্বাচিত ম্যানুয়েল নয়্যার, ডিফেন্সে থিয়াগো সিলভা ও মাঝ মাঠে পল পগবাই কেবল লা লিগায় খেলেন না। এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বসেরা দলে কে কোন পজিশনে আছেন: গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার। ডিফেন্ডার: সার্জিও রামোস, মার্সেলো, থিয়াগো সিলভা, দানি আলভেস। মাঝ মাঠ: আন্দ্রেস ইনিয়েস্তা, পল পগবা, লুকা মড্রিচ। ফরোয়ার্ড: নেইমার, মেসি, রোনালদো।
×