ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ার মাদায়ায় পৌঁছেছে জাতিসংঘের খাদ্যবাহী কনভয়

প্রকাশিত: ১৮:৩৩, ১২ জানুয়ারি ২০১৬

সিরিয়ার মাদায়ায় পৌঁছেছে জাতিসংঘের খাদ্যবাহী কনভয়

অনলাইন ডেস্ক॥ সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায় মাসখানেকের খাবার, ওষুধ এবং শীতের কাপড় নিয়ে পৌঁছেছে জাতিসংঘের ত্রাণবাহী কনভয়। গত বছরের অক্টোবর থেকে সরকারি বাহিনীর অবরোধের মুখে ৪০ হাজার মানুষের এই শহর মাদায়ায় খাদ্য সঙ্কট চরমে পৌঁছেছে। অনাহারে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঐ শহরে কিছু লোক মারাও গেছে বলে খবর বেরিয়েছে। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, মাদায়ায় পৌঁছে তারা অপুষ্টিতে ভোগা অভুক্ত শিশুদের দেখতে পেয়েছেন। মাদায়া ছাড়াও সিরিয়ার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত আরো দুটি শহরে জাতিসংঘের ত্রাণ বিতরণ করা হবে। সূত্র : বিবিসি বংলা
×