ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আট মণ হরিণের মাংস জব্দ

প্রকাশিত: ০৮:১০, ১২ জানুয়ারি ২০১৬

আট মণ হরিণের  মাংস জব্দ

নিজস্ব সংবাদদাতা,মংলা ১১জানুয়ারি ॥ প্রায় ৮মন হরিণের মাংস আটক করেছে বনবিভাগ। শিকার নিষিদ্ধ এ প্রাণীর মাংস সোমবার সকালে মাটি চাপা দেওয়া হয়েছে বলে নাম প্রকাশে অনিশ্চিুক বন বিভাগের একটি নির্ভরযোগ্যসূত্র নিশ্চিত করেছেন। সূত্রটি জানান- শনিবার ভোরে পূর্ব সুন্দরবনের টিয়ারচরের একটি খাল থেকে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে যাচ্ছিলো একদল সংগবদ্ধ চোরাশিকারী । ওই সময় এ রুট দিয়েও বনবিভাগের টহলদল যাচ্ছিল। দূর থেকে বন বিভাগের টহলদলকে দেখে পাচারকারীরা নৌকা রেখে চরে লাফিরে পালিয়ে যায়। পরে ওই নৌকা তল্লাশী করে বনবিভাগ সাড়ে ৭মন তাজা হরিণের মাংস উদ্ধার করে।
×