ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কাজের বুয়া থেকে সাবধান

প্রকাশিত: ০৮:০৯, ১২ জানুয়ারি ২০১৬

কাজের বুয়া থেকে সাবধান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাসা-বাড়িতে কাজে যোগ দেয়ার তিনদিনের মাথায় পরিবারের সবাইকে কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে গেছে এক গৃহপরিচারিকা। সম্প্রতি রাজশাহী নগরীর উপশহর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার চারদিন পর পলাতক উম্মাতুন নামের ওই গৃহপরিচারিকারে আটক করা হলেও এখনো উদ্ধার হয়নি টাকা ও স্বর্ণালঙ্কার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উম্মাতুন কোনো সিন্ডিকেটের সঙ্গে জড়িত। কাজের মেয়ে সেজে বাসা-বাড়িতে লুটপাট করায় এ সিন্ডিকেটের কাজ হতে পারে। আটকের পর তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়ির মালিক একরামুল হক জানান, উম্মাতুনকে তারা বাড়ির কাজের জন্য নিয়েছিলেন এ মাসের প্রথমদিনেই। তার বাড়ি পবা উপজেলার দারুশা এলাকায়। কাজে যোগদানের তিনদিনের মাথায় বাবা এজাজুল হক (৭০), মা নারনীম আরা হক (৬০) ও বোন রওফাত আরা হককে (২৮) খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে দিলে তারা সবাই জ্ঞান হারিয়ে ফেলেন। পরে উম্মাতুন বাড়ির মালামাল চুরি করে।
×