ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ধানের ন্যায্যমূল্য দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৮:০৯, ১২ জানুয়ারি ২০১৬

ধানের ন্যায্যমূল্য দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ বোদা উপজেলায় ন্যায্যমূল্যে আমন ধান বিক্রির দাবিতে দুইঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে কৃষকরা। সোমবার সকালে উপজেলার ময়দানদিঘী বাজারে প্রতিমণ ধান (৪০ কেজি) চারশ টাকায় বিক্রি করতে না পেরে কৃষকরা রাস্তায় নেমে পড়েন। দুপুর সাড়ে ১২টায় পুলিশসহ বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আওয়াল এবং উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কৃষকদের অভিযোগ, চলতি আমন মৌসুমে ৪০ কেজি ধান উৎপাদনে খরচ হয় পাঁচ থেকে ছয়শ’ টাকা। কিন্তু স্থানীয় বাজারে চার থেকে সাড়ে চারশ টাকা দরেও ধান বিক্রি হচ্ছে না। নিরুপায় হয়ে কৃষকরা সোমবার সকাল সাড়ে ১০টায় বোদা উপজেলার ময়দানদীঘি এলাকায় পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়ক অবরোধ করে রাখেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে। এ সময় আমনের ন্যায্যমূল্যের দাবিতে কৃষকরা বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে বোদা থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় কৃষকদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় বসেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আওয়াল, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বোদা উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং বোদা থানার ওসি আবুল কালাম আজাদ অংশ নেয়। এ সময় কৃষকদের দাবির কথা উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানানোর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
×