ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতায় মরে গেছে আমন সাতক্ষীরায় ২০ বিল চাষের উপযোগী করতে ১৬ পাম্প

প্রকাশিত: ০৮:০৯, ১২ জানুয়ারি ২০১৬

জলাবদ্ধতায় মরে গেছে আমন  সাতক্ষীরায় ২০ বিল  চাষের উপযোগী করতে ১৬ পাম্প

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জলাবদ্ধতার কারণে আমন ফসল হয়নি। পাশাপাশি শীতের সবজির দেখা মেলেনি। এ অবস্থায় বোরো আবাদ করতে না পারলে পুরো বছরজুড়ে না খেয়ে থাকতে হবে কপোতাক্ষ অববাহিকার স্থায়ী জলাবদ্ধতার শিকার কয়েক হাজার পরিবারের। এ কারণে আমন ধানের ঘাটতি পুষিয়ে নিতে বোরো চাষ করতে শ্যালো মেশিন দিয়ে জলাবদ্ধ বিল ও মাঠের পানি নিষ্কাশন করছেন এলাকার কৃষক ও জমির মালিকরা। দিন-রাত ২৪ ঘণ্টা পানি নিষ্কাশনে চলছে ১৬টি মেশিন। পানি কমলে হবে বীজতলা। আর বীজতলা তৈরি হলে হবে বোরো আবাদ। জলাবদ্ধতার বিরুদ্ধে সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ অববাহিকার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকদের এই সংগ্রাম চলছে গত কয়েক বছর ধরে। তালা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সাড়ে ১৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শ্যালো মেশিন দিয়ে পানি সেচের মাধ্যমে বিলগুলোর জলাবদ্ধতা দূর করা গেলে এ লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। জেলার তালা উপজেলার ইসলামকাটি, ভবানীপুর, ঘোনা, পারঘোনা, ডেমশাখোলা, বারাত, মোহনা, কলিয়া, দেওয়ানীপাড়া, শুভাষিনী, লক্ষ্মণপুর, মির্জাপুর, কেসমতঘোনা, কাজীডাঙ্গা গ্রামের কমপক্ষে ২০টি বিলে জলাবদ্ধতার কারণে আমন চাষ হয়নি। কপোতাক্ষ নদের উপচে পড়া পানি ও বৃষ্টির পানিতে গত ছয় মাস ধরে তিন থেকে চার ফুট পানিতে ডুবে আছে বিল ও আবাদযোগ্য মাঠ। বিল থেকে ভরাট কপোতাক্ষের তলদেশ উঁচু হওয়ায় পানি নিষ্কাশন হয় না। এ কারণে বর্ষা মৌসুমে এসব বিলে জলাবদ্ধতায় শাপলা, চেঁচো ঘাষ জন্ম নেয়। আর বোরো চাষ করতে কৃষকদের করতে হয় দ্বিগুণ খরচ। এসব বিল চাষের উপযোগী করতে এ বছর কৃষকদের ইঞ্জিনচালিত পাম্প দিয়ে পানি নিষ্কাশন করতে হচ্ছে। তালা-পাটকেলঘাটা সড়কের ইসলামকাটি ব্রিজের দক্ষিণ পাশে ১৬টি শ্যালোমেশিন দিন-রাত বিরামহীন চলছে।
×