ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ডাকাতি ও সংঘর্ষে দু’জন খুন

প্রকাশিত: ০৮:০৮, ১২ জানুয়ারি ২০১৬

কুমিল্লায় ডাকাতি ও সংঘর্ষে দু’জন খুন

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ জানুয়ারি ॥ কুমিল্লায় ডাকাতি ও সংঘর্ষের পৃথক ঘটনায় ২ জন খুন হয়েছেন। জেলার চৌদ্দগ্রামে ডাকাতের হাতে আলী আকবর ও দেবিদ্বারে প্রতিপক্ষের হাতে জসিম উদ্দিন নামের এক ব্যক্তি খুন হন। রবিবার গভীর রাতে ও সোমবার সকালে এ ঘটনা ঘটে। উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের জিনাইয়া গ্রামের জসিম উদ্দিনের সঙ্গে একই গ্রামের রুকু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল সোমবার সকালে জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে রুকু মিয়া ও তার লোকজন জসিম উদ্দিনকে পিটিয়ে হত্যা করে। এর আগে রবিবার দিবাগত গভীর রাতে জেলার চৌদ্দগ্রামের চাঁনশ্রী গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের চিনে ফেলায় গৃহকর্তা ও উপজেলা আনসার-ভিডিপির সাবেক কমান্ডার আলী আকবরকে মারধরসহ শ্বাসরোধ করে হত্যা করে। ডাকাতদের হামলায় আলী আকবরের স্ত্রী আনোয়ারা বেগম, পুত্রবধূ রোকসানা আক্তার ও আয়েশা আক্তার শিরীন আহত হন।
×