ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অনুমোদনহীন ভেজাল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

প্রকাশিত: ০৮:০৩, ১২ জানুয়ারি ২০১৬

অনুমোদনহীন ভেজাল ওষুধ কারখানায় র‌্যাবের অভিযান

স্টাফ রিপোর্টার ॥ অম্লশূল, পিত্তশূল, কলিজার কামড়, পেট ভুটভাট করা, ধাতু-ধ্বজভঙ্গ, সিফিলিস, গনোরিয়া, মেহ-প্রমেহ, আশি প্রকার বাত, বৃদ্ধের যৌবনের তেজ ফিরে পাওয়া ছাড়াও সর্বপ্রকার রোগের ওষুধের নাম- জিন্দেগী বাহার পোষ্টাই হালুয়া। এটা আপনি আমি খাইতে পারি না। এটা খাইতেন দিল্লীর বাদশাহ নাসিরউদ্দিন। তারপরও গরিবের জন্য এই অধম এনেছেÑ তেমনই এক ওষুধ যা খেলে বার্ধক্যে ফিরে পাবেন যৌবনের তেজ। ফুটপাথের ডাক্তার-কবিরাজদের মুখে শোনা যায় এমনই সব চমক লাগানো প্রচার। তা শোনার জন্য জমেও লোকের ভিড়। র‌্যাব দীর্ঘদিন ধরেই অনুসন্ধানে নামে এহেন ভ- চিকিৎসক ও ওষুধ কোম্পানির স্বরূপ উন্মোচনে। সোমবার এমনই এক ওষুধ কোম্পানির সন্ধান পায় র‌্যাব। রাজধানীর বনানী এলাকায় ড্রিম টুগেদার লিমিটেড নামের ওই কারখানায় চালানো হয় সাঁড়াশি অভিযান। সাংবাদিকদের উপস্থিতিতে ওই কারখানায় হানা দেন র‌্যাব পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় অভিযান চালিয়ে আনুমানিক ২০ লাখ টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। এ জন্য কোম্পানির দু’জনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
×