ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যাত্রীকল্যাণ সমিতির দেয়া নিহতের সংখ্যা বিভ্রান্তিকর ॥ এনসিপিএস আর আর

প্রকাশিত: ০৮:০২, ১২ জানুয়ারি ২০১৬

যাত্রীকল্যাণ সমিতির দেয়া নিহতের সংখ্যা বিভ্রান্তিকর ॥ এনসিপিএস আর আর

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী সংগঠন যাত্রীকল্যাণ সমিতির বরাত দিয়ে ১০ জানুয়ারি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিসংখ্যানকে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক বলে দাবি করেছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি (এনসিপিএসআরআর)। সোমবার এক যুক্ত বিবৃতিতে জাতীয় কমিটির উপদেষ্টা মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এই দাবি করে বলেন, সড়কপথে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে কম ছিল। গণমাধ্যমকে আকৃষ্ট করতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পেশাভিত্তিক নিহতের সংখ্যাও অনেক বেশি দেখানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, যাত্রীকল্যাণ সমিতির তথ্যে গত বছর সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১৩৩ জন সাংবাদিক, ১০৯ জন চিকিৎসক, ১০৬ জন প্রকৌশলী, ১২৪ জন আইনজীবী, ২৮০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৩০৫ জন শিক্ষক ও ৯৫৪ জন পরিবহন শ্রমিক (৪১৯ জন চালক ও ৫৩৫ জন শ্রমিক) নিহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে; যা সম্পূর্ণ অবাস্তব, হাস্যকর ও অবিশ্বাস্য।
×