ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুলিশের গাড়িতে আগুন

রংপুরে পুলিশের গাড়ি চাপায় নিহত ৩

প্রকাশিত: ০৭:৪৫, ১২ জানুয়ারি ২০১৬

রংপুরে পুলিশের  গাড়ি চাপায় নিহত ৩

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ রংপুরে কারাপুলিশের গাড়ির চাপায় ৩ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ওই গাড়িতে আগুন ধরিয়ে দিলে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিস, র‌্যাব ও পুলিশের দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় প্রায় আড়াই ঘণ্টা রংপুর-দিনাজপুর সড়কে শত শত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়ে হাজার হাজার যাত্রী। জানা গেছে, রংপুর কারাগারের সুপার এবং জেলারকে সৈয়দপুর বিমানবন্দরে নামিয়ে দিয়ে চালক গাড়িটি নিয়ে রংপুরে আসার পথে সন্ধ্যা ৬টায় পাগলাপীর ডাঙ্গিরহাট এলাকায় একটি রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় এক শিশুসহ দুইজন। আহত অবস্থায় ৫ জনকে রংপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান আরেকজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন চারজন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের রেজিস্ট্রার হাবিবুর রহমান হাবিব। নিহত তিনজনের মধ্যে দু’জনের নাম জানা গেছে, এরা হলো আলহাজ সবুর উদ্দিন (৭০) ও আলীমুজ্জামান মাস্টার। বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, সরকার মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করার পরও রংপুরের বিভিন্ন সড়কে অটো চলছেই। পুলিশ মহাসড়কে এসব অটোদের দেখামাত্র আটক করে এবং অর্থের বিনিময়ে তাদের ছেড়ে দেয়। এ কারণে বিভিন্ন সড়কে অটো চলাচল অনেকটাই বন্ধ হয়েছে। পাশাপাশি মহাসড়কে বেড়েছে রিকশা ভ্যানের সংখ্যা। গ্রামীণ জনপদের ওই এলাকাবাসী জানায়, টহল পুলিশ প্রতিদিনই অটোরিকশা চালকদের কাছে চাঁদাবাজি করে আসছে। তাদের ধারণা, আজকের এই কারাপুলিশের গাড়িটিকেও তারা টহল পুলিশের ভ্যান বলেই মনে করেছে। দুর্ঘটনায় তাদের এলাকার তিনজন মারা যাওয়ার পর তারা বিক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভেবে গাড়িটিতে আগুন দেয়। তবে কারাপুলিশের গাড়ি জানলে হয় তো তারা এ কাজটি করত না।
×