ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গাজীপুরের সাসপেন্ড মেয়র মান্নান আরও দুই মামলায় শ্যোন এ্যারেস্ট

প্রকাশিত: ০৭:৪৩, ১২ জানুয়ারি ২০১৬

গাজীপুরের সাসপেন্ড মেয়র মান্নান আরও দুই মামলায় শ্যোন এ্যারেস্ট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ জানুয়ারি ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কারাবন্দী অধ্যাপক এমএ মান্নানকে জয়দেবপুর থানায় নাশকতার আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মারুফ চৌধুরীর আদালতে শুনানি শেষে বিচারক তাকে গ্রেফতারের (শ্যোন এ্যারেস্ট) আদেশ দেন। গাজীপুর আদালতের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আমির হোসেন জানান, জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা নাশকতার দুটি মামলায় মেয়র (সাময়িক বরখাস্ত) অধ্যাপক এমএ মান্নানকে শ্যোন এ্যারেস্ট দেখানো হয়েছে। বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে গত ২০১৫ সালের ৭ জানুয়ারি এবং একই মাসের ১১ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বাইপাস সড়কের মেঘডুবি কলের বাজার এলাকায় গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অপর একটি ঘটনা ঘটে। ওই দুই ঘটনায় জয়দেবপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা (নং-৪০ ও ৬৮) দায়ের করে পুলিশ। পরে ওই দুই মামলায় আগে তার নাম না থাকলেও পরবর্তীতে তদন্তে মেয়র মান্নানের ইন্ধন, প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনার তথ্য পাওয়া যায়। এর প্রেক্ষিতে মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা ওই মামলা দুটিতে তাকে গ্রেফতারের জন্য রবিবার আদালতে আবেদন করেন। গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এসএম মারুফ চৌধুরী শুনানি শেষে ওই আবেদন মঞ্জুর করে অধ্যাপক এমএ মান্নানকে গ্রেফতারের (শ্যোন এ্যারেস্ট) আদেশ দেন। এনিয়ে অধ্যাপক এমএ মান্নানকে মোট ২১ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
×