ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারও ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ব্যারিস্টার ফখরুল

প্রকাশিত: ০৭:৪০, ১২ জানুয়ারি ২০১৬

এবারও ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ব্যারিস্টার ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদ- কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামের বিরুদ্ধে স্কাইপি সংলাপে বিচারপতিদের সম্পর্কিত তথ্য জানতে চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন। নিঃশর্ত ক্ষমা চাওয়ায় তাকে সতর্ক করে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি মোঃ আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এ আদেশ দেন। আদেশ প্রদানের সময় ব্যারিস্টার ফখরুল ইসলাম ও প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল উপস্থিত ছিলেন। উল্লেখ্য ব্যারিস্টার ফখরুল ইসলাম এর আগেও কয়েক দফায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে ট্রাইব্যুনাল থেকে অব্যাহতি পান। সাকা চৌধুরীর মামলার রায়ের খসড়া ফাঁস করার অভিযোগে দায়েরকৃত মামলায় ২০১৩ সালের ২০ নবেম্বর গ্রেফতার হয়ে কারাগারে আটক ছিলেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। সম্প্রতি হাইকোর্টের জামিনে মুক্ত হয়ে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তিনি।
×