ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই উপযোগী স্থান ॥ তোফায়েল

প্রকাশিত: ০৭:৩৫, ১২ জানুয়ারি ২০১৬

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই উপযোগী স্থান ॥ তোফায়েল

অর্থনৈতিক রিপোর্টার ॥ আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সার্ককে আরও কার্যকর করে এ অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমকে জোরদার করা প্রয়োজন। ভারতে সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল পলিসি এ্যান্ড প্রোমোশন, মিনিস্ট্রি অব কমার্স এবং স্টেট গবঃ অব অন্ধ্র পদেশ যৌথভাবে আয়োজিত পার্টনারশীপ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় এ সব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সবদেশকে সম্মিলিতভাবে আঞ্চলিক উন্নয়নের সকল বাধাকে মোকাবেলা করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। সরকার দেশের গুরুত্বপূর্ণ স্থানে স্পেশাল ইকোনমিক জোন গড়ে তোলার কাজ করছে। ভারতের বিনিয়োগকারীগণ এখানে বিনিয়োগ করলে জমিসহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
×