ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নেপোলিকে নিয়ে উচ্ছ্বসিত ম্যারাডোনা

প্রকাশিত: ০৫:৫৪, ১২ জানুয়ারি ২০১৬

নেপোলিকে নিয়ে উচ্ছ্বসিত ম্যারাডোনা

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মৌসুমে ইতালিয়ান সিরি এ লীগে দারুণ সাফল্য অব্যাহত আছে নেপোলির। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে নবাগত ফ্রোজিনোনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেছে দলটি। নেপোলির এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির সাবেক তারকা ফুটবলার দিয়াগো ম্যারাডোনা। সিরি এ লীগে টানা নবম জয় পেয়েছে জুভেন্টাস। এ্যাওয়ে ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারায় স্যাম্পডোরিয়াকে। তবে হেরেছে ইন্টার মিলান। তাদের ১-০ গোলে হারিয়েছে সাসসোউলো। একই ব্যবধানে ইম্পোলি টোরিনোকে ও পালের্মো হারিয়েছে ভেরোনাকে। ম্যারাডোনার অবদানের কথা কখনও ভুলতে পারবে না ইতালিয়ান ক্লাব নেপোলি। প্রায় ৯০ বছর আগে প্রতিষ্ঠিত হলেও এ পর্যন্ত মাত্র দুবার লীগ চ্যাম্পিয়ন হতে পেরেছে ক্লাবটি। ১৯৮৬-৮৭ আর ১৯৮৯-৯০ মৌসুমে জিতে নেয়া দুটি শিরোপাই ম্যারাডোনার অসাধারণ পারফর্মেন্সের সৌজন্যে। দীর্ঘদিন পর আবার নেপোলির সামনে ইতালিয়ান সিরি এ জয়ের হাতছানি। অর্ধেক পথ পেরিয়ে আসা লীগে তারাই এখন শীর্ষে। সাবেক ক্লাবের এমন সাফল্যে ম্যারাডোনা দারুণ খুশি। পরশু রাতে বিশাল জয় পাওয়া নেপোলির সংগ্রহ ১৯ ম্যাচে সর্বোচ্চ ৪১ পয়েন্ট। গত চারবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস আর ইন্টার মিলানের পয়েন্ট ৩৯। তবে গোল গড়ে এগিয়ে থাকায় জুভেন্টাসের অবস্থান দ্বিতীয়। ইন্টার শেষ ম্যাচে হার মানায় শীর্ষস্থান নিশ্চিত হয়েছে নেপোলির। মাত্র চার মাস আগেও লীগে বাজে সূচনার কারণে নেপোলির কোচ মউরিজিও সারিকে প্রকাশ্যে অপদস্থ করেছিলেন ম্যারাডোনা। নেপোলি আর ম্যারাডোনার অন্ধভক্ত সারি তখন ঘরে-বাইরে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছিলেন। অথচ এখন সম্পূর্ণ বিপরীত অবস্থা। স্বয়ং আর্জেন্টিনার ‘ফুটবল-ঈশ্বর’ সারির দলের প্রশংসায় পঞ্চমুখ। স্কাই স্পোর্ট ইতালিয়াকে দেয়া এক সাক্ষাতকারে ম্যারাডোনা বলেন, নেপোলির সাফল্যের কথা শুনতে পেরে খুব আনন্দ লাগছে। অনেক বছর ধরে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। নেপলস শহর আর নিওপলিতান ভক্তরা এই সাফল্য উপভোগ করছে বলে আমার আরও ভাল লাগছে। এগিয়ে যাও নেপোলি। আমি চাই, লীগ শিরোপা আমাদের ঘরেই আসুক। নেপোলি ইতালিয়ান লীগের মাঝপথে সর্বশেষ শীর্ষে ছিল ১৯৯০ সালে। আর সেবারই ম্যারাডোনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল তারা। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক তাই আশায় বুক বাঁধছেন এবার।
×