ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক খেলা খেলতে চান বেল

প্রকাশিত: ০৫:৫৪, ১২ জানুয়ারি ২০১৬

স্বাভাবিক খেলা খেলতে চান বেল

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন কোচ জিনেদিন জিদানের অধীনে নিজের প্রথম ম্যাচেই আলো ছড়িয়েছেন গ্যারেথ বেল। ওয়েলসের তারকা ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদে এসেছিলেন রেকর্ড দামে। কিন্তু সান্টিয়াগো বার্নাব্যুতে কখনই নিজের পছন্দ মতো খেলতে না পারার আপসোস ছিল তার। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও না কি বনিবনা নেই ঠিকমতো! অবশেষে জিদানের অধীনে খোলস থেকে বেরিয়েছেন বেল। আর এতে না কি রোনাল্ডোর শক্ত অবস্থানও নড়বড়ে হতে শুরু করেছে। ডিপোর্টিভো লা করুনার বিপক্ষে সবশেষ ম্যাচেও এ প্রমাণ মিলেছে। সি আর সেভেন অনেক চেষ্টা করেও গোল পাননি। তার এই গোলখরা চলতি মৌসুমে বেশ প্রকট। অন্যদিকে স্বমহিমায় আবির্ভূত হয়ে বেল উচ্চবাচ্য করছেন না। তিনি তার স্বাভাবিক খেলাটা খেলে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই যেমন ফিফা ব্যালন ডি’অর নিয়ে মোটেও ভাবছেন না তিনি। সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০১৫ ফিফা ব্যালন ডি’অরের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে বেল বলেন, ব্যক্তিগত এ্যাওয়ার্ড? আমি এটি নিয়ে মোটেই ভাবছি না। এটা অন্যদের জন্য, যাদের লক্ষ্যই থাকে বর্ষসেরা হওয়া। আমি শুধু কঠোর পরিত্রম করে যেতে চাই এবং দলের হয়ে অনেক শিরোপা জিততে চাই। অবশ্য, গত বছর বেলের এজেন্ট জোনাথন বার্নেট বলেছিলেন, দুই থেকে তিন বছরের মধ্যে ব্যালন ডি’অর জিততে পারেন বেল। এমনকি ওয়েলস তারকা নিজেই এমনটি চান বলেও নিশ্চিত করেছিলেন বার্নেট। অবশেষে ব্যক্তিগত এ্যাওয়ার্ডে নিজের অনীহার কথা জানালেন বেল। লা লিগার চলতি মৌসুমে ইতোমধ্যেই ১৪ ম্যাচে ১২ গোল করেছেন বেল। সর্বশেষ লা করুণার বিপক্ষে করেন হ্যাটট্রিক। এতেই নিজের শেষ চার ম্যাচে তার আট গোল পূর্ণ হয়। এমন পারফর্মেন্স বজায় রাখতে পারলে আগামীতে ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকার স্বপ্নটা দেখতেই পারেন বেল। কিন্তু যাকে নিয়ে এত কথা তিনি নিজেই এটি নিয়ে ভাবছেন না।
×