ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খুলনায় জিম্বাবুইয়ের বিপক্ষে চার ম্যাচের টি২০ সিরিজ শুক্রবার

আত্মবিশ্বাস বাড়ানোর সিরিজ ॥ সাকিব

প্রকাশিত: ০৫:৫৪, ১২ জানুয়ারি ২০১৬

আত্মবিশ্বাস বাড়ানোর সিরিজ ॥ সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ ক্রিকেটে তেমন শক্তিধর দলে পরিণত হতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে বড় দুটি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট সামনে। এশিয়া কাপ টি২০ শেষেই মিশন শুরু হবে টি২০ বিশ্বকাপের। এ কারণে এর আগেই টি২০ ক্রিকেটে নিজেদের যতদূর সম্ভব ঝালিয়ে নেয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। খুলনায় আগামী শুক্রবার শুরু হবে চ্যালেঞ্জ। জিম্বাবুইয়ের বিপক্ষে ৪ ম্যাচের টি২০ সিরিজ শুরু এদিন থেকেই। আগেভাগেই খুলনায় গিয়ে অনুশীলন করছে টাইগাররা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন জিম্বাবুইয়ের বিপক্ষে টি২০ সিরিজ ব্যক্তিগতভাবে পারফর্মেন্স দেখিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার অন্যতম সুযোগ। এবার বাংলাদেশ সফরে আইসিসির এফটিপি অনুসারে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল জিম্বাবুইয়ের। কিন্তু আসন্ন দুটি বড় টি২০ টুর্নামেন্ট থাকায় শুধুই টি২০ সিরিজ খেলবে উভয় দল। টি২০ ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটাররা তেমন সুবিধা করতে না পারলেও এবার সুযোগ নিজেদের দক্ষতা বাড়িয়ে নেয়ার। এ বিষয়ে সাকিব বলেন, ‘লক্ষ্য ভাল পারফর্ম করা, দলকে জেতাতে সাহায্য করা, জয়ে অবদান রাখা। মোটিভেট আসলে করার দরকার হয় না। আমরা যারা জাতীয় দলে খেলছি বা খেলবে, সবাই মোটিভেটেড থাকি। তবে যে পর্যায়ে সবাই আছি, সবাই চেষ্টা করে সেটায় উন্নতি করার। ওই চ্যালেঞ্জটা আমাদের ক্রিকেটারদেরও আছে যে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে আগের দিনের চেয়ে আরও ভাল করা যায়।’ জয়টাকে গুরুত্ব দিয়ে দেখছেন সাকিব। গত বছরের শেষদিকে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টি২০ সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল জিম্বাবুইয়ে। এবার চার ম্যাচের টি২০ সিরিজে নিজেদের দক্ষতা বাড়ানোই আসল সাকিবের কাছে। তিনি বলেন, ‘জেতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। জিততে থাকলে অনেক কিছুই সহজ হয়ে যায়। চেষ্টা থাকবে জিততে থাকা ও একইসঙ্গে উন্নতি করতে থাকা। কারণ সামনে আমাদের গুরুত্বপূর্ণ দুটি টুর্নামেন্ট। এই সিরিজটা আসাদের সুযোগ দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেই পারফর্ম করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেয়ার। আমাদের বোলিং আক্রমণ অনেক ভাল, বোলারদের ওপর আমরা নির্ভর করতে পারি। গত বছর দেখেছি ভাল উইকেটে খেললে আমাদের ব্যাটসম্যানরা ভাল করে। আমরা ম্যাচজয়ী সংগ্রহের কথাই চিন্তা করব।’
×