ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে পরাজিত সফরকারী ক্যারিবীয় যুবারা

বাংলাদেশ যুবাদের বিশাল জয়

প্রকাশিত: ০৫:৫৩, ১২ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ যুবাদের বিশাল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চলতি মাসের শেষদিকেই বাংলাদেশে শুরু হবে অনুর্ধ ১৯ বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর। এর আগে ভালভাবে নিজেদের প্রস্তুত করার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনুর্ধ ১৯ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগেভাগেই বাংলাদেশে এসেছে বিশ্বকাপের অংশগ্রহণকারী দল ওয়েস্ট ইন্ডিজ অনুর্ধ ১৯ দল। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ক্যারিবীয় যুবাদের ৮ উইকেটে বিধ্বস্ত করে দারুণ শুরু করেছে বাংলাদেশের যুবারা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। ১৪ ও ১৬ জানুয়ারি পরবর্তী দুই ওয়ানডে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালভাবেই করেছিল ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ৫ ওভারেই ২৭ রান তুলে ফেলেছিল। প্রথম আঘাত হানেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খোয়াতে থাকে সফরকারী দল। তবে দারুণ খেলছিলেন ওপেনার গিডরন পোপ। ৪১ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩১ রান করার পর তিনি স্পিনার সঞ্জিত সাহার শিকারে পরিণত হন। এরপর থেকে বাংলাদেশী স্পিন দাপটের সামনে কোন ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। একাই লড়েছেন মিডলঅর্ডার ইমানুয়েল স্টুয়ার্ট। তিনি ৬৬ বলে ২ চার ও ১ ছক্কায় ৩০ রান করে ফিরে যাওয়ার পর দ্রুতই গুটিয়ে যায় তারা। শেষ ১৪ রানে ৬ উইকেটের পতন ঘটে ক্যারিবীয় যুবাদের। ৩৯.২ ওভারে মাত্র ১১৪ রানেই শেষ হয় সফরকারীদের ইনিংস। ২৪ রানে ৪ উইকেট নেন শাওন। জবাব দিতে নেমে দ্বিতীয় ওভারেই ওপেনার পিনাক ঘোষের (৩) উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪৬ রানের সময় সাজঘরে ফেরেন জয়রাজ শেখও (১৮)। তবে ক্যারিবীয়দের সাফল্যের শেষ এখানেই। এরপর সফরকারী বোলারদের আর কোন সুযোগই দেননি ওপেনার সাইফ হাসান ও নাজমুল হাসান শান্ত। দু’জন অবিচ্ছিন্ন থেকে ৭০ রানের জুটি গড়েন। সাইফ ধীরস্থির থাকলেও ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন নাজমুল। তিনি ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত থাকেন। ১৭৭ বল হাতে রেখেই (২৯ ওভার ৩ বল) জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
×