ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আফগান রূপকথার নায়ক শাহজাদ

প্রকাশিত: ০৫:৫২, ১২ জানুয়ারি ২০১৬

আফগান রূপকথার নায়ক শাহজাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেটে আফগান-রূপকথার ছবিটা ফুটে উঠল আরও একবার। মাত্র তিন মাসের ব্যবধানে টেস্ট খেলুড়ে জিম্বাবুইয়ের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি২০ সিরিজ জিতল কাবলিওয়ালার দেশ। তাও যেমন তেমন নয়, এশিয়ান ক্রিকেটের উদীয়মান শক্তি এবার উড়িয়ে দিল আফ্রিকান লিলিপুটদের। নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে প্রথমে ৩-২এ ওয়ানডে, এরপর আসগর স্টানিকজাই-মোহাম্মদ নবীদের টি২০ জয় ২-০ ব্যবধানে। শারজায় দ্বিতীয় ও শেষ টি২০তে ৮১ রানের বিশাল জয়ের পথে রূপকথার সেই মুকুটে আরও এক ‘নতুন’ পালক যোগ করলেন মোহাম্মদ শাহজাদ। গাট্টা-গোট্টা ওপেনার ৬৭ বলে খেললেন ১১৮ রানের দুর্দান্ত এক ইনিংস। গড়লেন টি২০তে আইসিসি সহযোগী দেশের কোন ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শারজায় টস জিতে ফিল্ডিং বেছে নিয়ে কী ভুলটাই না করেছিলেন জিম্বাবুইয়ান অধিনায়ক এলটন চিগুম্বুরা। শুরু থেকেই জিম্বাবুইয়ে বোলারদের ওপর চড়াও ছিলেন শাহজাদ। ১১৮ রানের ওই দুর্দান্ত ইনিংসটি শাহজাদ সাজিয়েছেন ১০ চার আর ৮ ছক্কায়। ৬৭ বলে দ্রুতগতির সেঞ্চুরিটি নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সগ্রহ নিয়ে যায় ২১৫-এ! শাহজাদের এই ইনিংসের পাশাপাশি আসগর স্টানিকজাইয়ের ১২ বলে ১৮, করিম সাদিকের ৫ বলে ১২, মোহাম্মদ নবীর ১২ বলে ২২ আর গুলবাদিন নাইবের ৬ বলে ১৩ রানের চারটি ছোট ছোট ইনিংসে আফগানদের সংগ্রহটা চলে যায় জিম্বাবুইয়ের ধরাছোঁয়ার বাইরে। ব্যাট করতে নেমে জিম্বাবুইয়ে ৩৪ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায়। হ্যামিল্টন মাসাকাদজার ৪৪ বলে ৬৩ আর পিটার মুরের ৩২ বলে ৩৫ রানের দুটো ইনিংস ছাড়া কার্যত বলার মতো কোন স্কোর নেই। ফল ১৩৪Ñ এ অলআউট জিম্বাবুইয়ে। স্টানিকজাইদের জয় ৮১ রানের বিশাল ব্যবধানে। টি২০তে এটাই কোন টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সহযোগী দেশগুলোর সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। আফগান বোলারদের মধ্যে দৌলত জাদরান, আমির হামজা আর সাঈদ শিরজাদ ২টি করে উইকেট নেন। মোহাম্মদ নবী আর রশিদ খান নিয়েছেন একটি করে। খেলা শেষে ম্যাচের ‘নায়ক’ শাহজাদ সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমার কোন পূর্ব-পরিকল্পনা ছিল না। আমি প্রতি বলই মেরে খেলতে চেয়েছিলাম। সবচেয়ে বড় কথা জিম্বাবুইয়ের বিপক্ষে খেলতে খেলতে এই দলের বোলারদের আমি চিনে ফেলেছি।’
×