ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে আদিবাসীদের জমি শ্মশান মন্দির প্রভাবশালীদের দখলে

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৪, ১২ জানুয়ারি ২০১৬

টুকরো খবর

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ প্রতিবাদ ও প্রতিরোধের মুখেও থেমে নেই বরেন্দ্র অঞ্চলের আদিবাসীদের ফসলের জমি, শ্মশানঘাট ও মন্দির দখলের মহোৎসব। দেশ বিভাগের পর থেকেই চলে আসছে আদিবাসী সাঁওতাল, ওরাও ও রাজবংশীদের জমি দখল। এক কথায় গত ৭০ বছরে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী নওগাঁর বরেন্দ্র অঞ্চলের ভিটেমাটি, জমিজমা দখলের ঘটনা নজিরবিহীন। সব মিলিয়ে এ ধরনের বেদখল জমির পরিমাণ সরকারী পরিসংখ্যানে সহস্রাধিক একর পেরিয়ে যাবে। পাশাপাশি বহু আদিবাসী পরিবার প্রভাবশালীদের তা-বের কাছে টিকতে না পেরে অন্যত্র সরে গেছে। সুনামগঞ্জ সীমান্তে দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১১ জানুয়ারি ॥ তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ। সীমান্তে ওপার থেকে চারটি ঘোড়া নিয়ে আসার সময় ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) তাদের আটক করে ধরে নিয়ে যায়। তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকার ১২০৩ পিলারের কাছ দিয়ে অনুপ্রবেশকালে সোমবার ভোর ৫টার দিকে এদের বিএসএফ আটক করে। এরা হলেন, লাউড়গড় গ্রামের ফিরোজ আলীর ছেলে সোহান মিয়া (২৮) ও শহিদাবাদ গ্রামের শফিক মিয়ার ছেলে আনোয়ার হেসেন (২৬)। অভিযান পরিত্যক্তের পর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জানুয়ারি ॥ আন্ধারমানিক নদীতে নিখোঁজদের লাশ উদ্ধার পরিত্যক্ত ঘোষণার পাঁচ ঘন্টার মধ্যে স্থানীয়ভাবে ব্যক্তি পর্যায়ের উদ্ধারকারী দল বেলায়েত হোসেনের (৭০) লাশ ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করেছে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ইট বোঝাই ট্রাকটি যেখানে ডুবেছিল সেখানেই ইটের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। আলোকচিত্র প্রদর্শনী বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের তোলা বিভিন্ন ধরনের আলোকচিত্র নিয়ে দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী সোমবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ওই প্রদশর্নীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান। প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (বিএইউপিএস)। মসজিদ উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ জানুয়ারি ॥ সোমবার জেলা পুলিশ লাইন্সে বায়তুল জান্নাত জামে মসজিদের দ্বার উন্মোচন করা হলো। পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম ফিতা কেটে মসজিদের উদ্বোধন করেন। সেই সঙ্গে মসজিদের অজুখানা এবং ওয়াশরুমও চালু করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম ও মুহাম্মদ রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার মহসীন আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার কানাইলাল সরকার ও ইয়াছিন আলী উপস্থিত ছিলেন। গাইবান্ধায় বোমাতঙ্ক ॥ আধা ঘণ্টা কাজকর্ম বন্ধ নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১১ জানুয়ারি ॥ বোমা আতঙ্কের গুজবে জেলা প্রশাসক কার্যালয় ও জেলা জজকোর্ট চত্বর সোমবার বেলা দেড়টায় সরকারী কর্মকর্তা-কর্মচারী ও উপস্থিত লোকজন তটস্থ এবং ভীতসন্তস্ত্র হয়ে পড়ে। এ সময় জেলা প্রশাসক কার্যালয় ও জেলা জজকোর্টের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক ব্যাপক পুলিশ মোতায়েন করে ব্যাপক তল্লাশি চালিয়ে বিষয়টি গুজব বলে জানা যায়। জেলা প্রশাসক কার্যালয় এবং জজকোর্ট চত্বরে বিস্ফোরক দ্রব্য রাখা হয়েছে এ গুজব ছড়িয়ে পড়লে ওই চত্বরে আসা লোকজন এবং অফিসের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত পুলিশ এসে ওই চত্বর থেকে লোকজনকে সরিয়ে দেয় এবং পার্শ্ববর্তী গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের দোকানপাট বন্ধ করে দেয়া হয়। হাসপাতালে হামলা ভাংচুর নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১১ জানুয়ারি ॥ চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিবার গভীর রাতে হামলা, ভাংচুর ও ইন্টার্নি চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে সকালে চিকিৎসকরা কর্মবিরতি ও মানববন্ধন করেছেন। এ ব্যাপারে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার রাত দেড়টার দিকে শ্বাসকষ্ট ও উচ্চরক্তচাপের কারণে চিকিৎসাধীন অবস্থায় ৮৫ বছরের এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়। এরপর মৃত রোগীর পরিবারের পক্ষে একদল সশস্ত্র সন্ত্রাসী চিকিৎসকদের ওপর হামলা চালায়। পানিতে ডুবে ছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ জানুয়ারি ॥ বাউফলের কাওছার হোসেন (১৬) নামের এক দাখিল পরীক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটেছে। কাওছার নাজিরপুর ইউনিয়নের রামনগর তাতেরকাঠী ছালেহিয়া দাখিল মাদ্রাসার এ বছর দাখিল পরীক্ষার্থী ছিল। তিনি রামনগর তাতের কাঠি গ্রামের মাদ্রাসা শিক্ষক মুজাহিদুল ইসলাম খানের বড় ছেলে। পুকুর লিজ না দেয়ার সিদ্ধান্ত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার কোন সরকারী পুকুর লিজ দেয়া হবে না। ৩৮টি পুকুর সরকারের ৪০ দিনের কর্মসূচীর আওতায় সংস্কার করে সুপেয় পানির ব্যবস্থা করা হবে। সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সন্বয় কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। সভায় খুলনা-সাতক্ষীরা সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা এবং ফুলতলা বাজার সংলগ্ন রাস্তায় স্পীড ব্রেকারের কাছে গর্ত মেরামতের জন্য সংশ্লিষ্টদের জরুরী উদ্যোগ নিতে বলা হয়। পাচারকারী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকা থেকে ১২ পিস স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ পাচারকারীর নাম জয়দেব ঘোষ। তিনি সদর উপজেলার ভোমরা গ্রামের নীল রতন ঘোষের ছেলে । অল্পের জন্য রক্ষা নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১১ জানুয়ারি ॥ হাজীগঞ্জ হামিদিয়া জুট মিলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে উৎপাদনকারী মেশিনে আগুন লাগে। সোমবার দুপুর পৌনে ২টায় এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। হামিদিয়া জুট মিলের ম্যানেজার মানিক সর্দার জানান, ফাস্ট ডুয়িং মেশিনে কাজ করার সময় হঠাৎ মোটর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে পুরো মেশিন আগুন ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানের পূর্বেই মিলের শ্রমিকরা পার্শ্ববর্তী পুকুর থেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আকিজ গ্রুপের জরিমানা নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ জানুয়ারি ॥ ঝিনাইগাতী উপজেলায় তামাক পণ্যের প্রচারের অভিযোগে আকিজ গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করে। জানা যায়, উপজেলার বাকাকুড়া স্কুল মাঠে আকিজ গ্রুপের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ধূমপানে আকৃষ্ট করতে শিক্ষার্থীদের গায়ে ধূমপানযুক্ত লোভনীয় বিজ্ঞাপনের টি-শার্ট, সাইনবোর্ড ও ব্যানার টানানোর অভিযোগে আকিজ গ্রুপের মোখলেছুর রহমান নামে এক কর্মচারীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সন্ত্রাসী হামলায় আহত ৪ নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১১ জানুয়ারি ॥ বাউফলের কেশবপুর ইউনিয়নের ভড়িপাশা গ্রামে একটি বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে এক মহিলাসহ ৪ জনকে। রবিবার রাতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, একই বাড়ির মোশারেফ হোসেনের সঙ্গে চাচাত ভাই গিয়াস উদ্দিন মঞ্জুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৯টার দিকে গিয়াস উদ্দিন মঞ্জুর ছেলে জিহাদুলের নেতৃত্বে ৩টি মোটরসাইকেল যোগে ৭-৮ সন্ত্রাসী ওই বাড়িতে ঢুকে একটি মোটরসাইকেলসহ বৈঠকখানায় (কাছারি ঘর) ব্যাপক ভাংচুর করে।
×