ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যশোর ২৫০ শয্যা হাসপাতাল অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা

প্রকাশিত: ০৫:৪৩, ১২ জানুয়ারি ২০১৬

যশোর ২৫০ শয্যা হাসপাতাল  অস্বাস্থ্যকর পরিবেশে চলছে চিকিৎসা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে রয়েছে অনিয়ম ও দুর্ভোগ। ভুক্তভোগীরা এ অভিযোগ করেছেন। দীর্ঘদিনেও এ অব্যবস্থাপনার পরিবর্তন না হওয়ায় সরকারী হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে নানা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। ওয়ার্ডে কর্তব্যরতরা দায়িত্বের প্রতি আন্তরিক না থাকায় ক্রমেই অনিয়ম দুর্ভোগ বাড়ছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা কথা বললেই ওয়ার্ডে দায়িত্বরত সেবিকা ও কর্মচারীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ বিষয়ে হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী বলেছেন, অপারেশন পরবর্তী এসব রোগীকে পোস্ট অপারেটিভ কক্ষে না রেখে অন্য ওয়ার্ডে নোংরা পরিবেশে রাখা হলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শ্যামল কৃষ্ণ সাহা বলেছেন, ইতোমধ্যে পোস্ট অপারেটিভ ওয়ার্ড তৈরির কাজ শুরু হয়েছে। কর্মচারীদের অনিয়মে রোগী ও স্বজনদের দুর্ভোগের বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে এর সমাধান করা হবে।
×