ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে কৃষি কর্মকর্তা ঘেরাও

প্রকাশিত: ০৫:৪২, ১২ জানুয়ারি ২০১৬

লালমনিরহাটে  কৃষি কর্মকর্তা  ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১১ জানুয়ারি ॥ সোমবার দুপুরে জেলার আদিতমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হামিদুর রহমানকে বিক্ষুব্ধ কৃষকরা মহিষখোচা বাজারে ঘেরাও করে রাখে। পরে মহিষখোচা আওয়ামী লীগের সভাপতির হস্তক্ষেপে মুক্ত হন তিনি। জানা যায়, মহিষখোচা ইউনিয়নের বিসিআইসি সারের ডিলার সামছুল হুদা বোরোর ভরা মৌসুমে সারের দোকান বন্ধ করে রাখে। কৃষককে ১৫ কিলোমিটার দূরে সাপ্টিবাড়িতে গিয়ে সার সংগ্রহ করতে হয়। সোমবার চার ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হামিদুর রহমান সারের দোকান বন্ধ রাখার বিষয়ে তদন্তে যান। এদিকে কৃষি কর্মকর্তা সার ব্যবসায়ীকে তদন্তের বিষয়টি পূর্বে জানিয়ে দেন। ফলে সারারাত ধরে সার ব্যবসায়ী নূরুল হুদা ট্রাকযোগে মহিষখোচার তার বন্ধ দোকানে সার মজুদ করে রাখে। তদন্তের বিষয়টি তৃণমূল পর্যায়ের কৃষকরাও জানতে পারে। তারা কৃষি কর্মকর্তাকে ঘেরাও করে সারের দোকান বন্ধ রাখার বিয়ষটি জানান।
×