ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে মা ও শিশু কেন্দ্রে অপারেশন বন্ধ

প্রকাশিত: ০৫:৪২, ১২ জানুয়ারি ২০১৬

জয়পুরহাটে মা ও শিশু কেন্দ্রে  অপারেশন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, ১১ জানুয়ারি, জয়পুরহাট ॥ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে গাইনি ও এ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় চিকিৎসা ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। ২১ মাস ধরে কোন প্রসূতির সিজার অপারেশন হয়নি। ২০১৪ সালের ৪ ফেব্রুয়ারি ডাঃ নাহিদা নাজনীন এবং একই সালে ১৪ আগস্ট এ্যানেসথেসিয়া চিকিৎসক তাহমেদুর রহমান অন্যত্র বদলি হওয়ায় এই কেন্দ্রের চিকিৎসাসেবা ভেঙ্গে পড়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতাল থেকে একজন চিকিৎসক দিয়ে মা ও শিশুদের সপ্তাহে দুই দিন চিকিৎসা দেয়া হলেও ওই দুই বিশেষজ্ঞ চিকিৎসকের অন্যত্র বদলি হওয়ায় ২১ মাস ধরে সিজার অপারেশন বন্ধ রয়েছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিসংখ্যান থেকে জানা যায়, প্রতিমাসে এই কেন্দ্রে শতাধিক প্রসূতির সিজার এবং স্বভাবিক ডেলিভারি এবং শূন্য থেকে পাঁচ বছর বয়সের সাত শ’ শিশুর চিকিৎসাসেবা দেয়া হতো। কিন্তু চিকিৎসক না থাকায় মা ও শিশু উভয়কেই চিকিৎসা সহায়তা দেয়া যাচ্ছে না।
×