ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেল চুরির মহোৎসব

প্রকাশিত: ০৫:৪১, ১২ জানুয়ারি ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি তেল চুরির মহোৎসব

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া/নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ অপরিশোধিত জ্বালানি তেল চুরির মহোৎসব চলছে। সিলেট কৈলাশটিলা-আশুগঞ্জ জাতীয় কনডেনসেটবাহী গ্রিডলাইন থেকে এ তেল চুরির ঘটনা ঘটে। রবিবার রাতে জেলার সাতবর্গে জমির নিচ দিয়ে প্রবাহিত গ্রিড লাইন ফুটো করে চোর চক্র তেল চুরি করে। স্থানীয়রা আশঙ্কা করছেন, কয়েক হাজার লিটার তেল পাচার হয়ে গেছে। আজ সোমবার ভোরে এর সত্যতাও মেলে। বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের সাতবর্গ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে উঠার পূর্বে হাজার লিটার তেলবাহী লরি (ময়মনসিংহ-১০-৪১-৩০৮) গাড়ির এক্সেল ভেঙ্গে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বসানো হয় পুলিশ প্রহরা। সকাল প্রায় ১০টায় অপরিশোধিত জ্বালানি তেলবাহী লরিতে রহস্যজনক অগ্নিকা-ের ঘটনা ঘটে। মুহূর্তের আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন প্রায় ৫০-৬০ ফুট উপরে উঠে যায়। আশপাশের কয়েক কিলোমিটার দূর থেকে আগুনের শিখা দেখা যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সমৃয় ঢাকা-সিলেট-কুমিল্লা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া, মাধবপুর, আশুগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে ৫টি অগ্নিনির্বাপক দল ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। দুপুর দেড়টা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এভাবে তেল চুরির ঘটনায় বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা করছে পুলিশ।
×