ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব এজতেমার দ্বিতীয় পর্বের প্রস্তুতি শুরু

প্রকাশিত: ০৫:৪১, ১২ জানুয়ারি ২০১৬

বিশ্ব এজতেমার  দ্বিতীয় পর্বের  প্রস্তুতি শুরু

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১১ জানুয়ারি ॥ প্রথম পর্বের বিশ্ব এজতেমা শেষে দ্বিতীয় পর্বের এজতেমা শুরুর প্রস্তুতিকাজ শুরু হয়েছে। তবলীগ অনুসারী মুসল্লি এবং সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা মাঠের ভেতর এবং বাহিরের ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেছেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ১০টি ট্রাক ময়লা অপসারণের কাজে ব্যস্ত রয়েছে। এদিকে প্রথম পর্বের বিশ্ব এজতেমা শেষে মাঠ থেকে বাড়ি না ফেরা মুসল্লিরা সোমবার সকাল থেকে মাঠ ত্যাগ করা শুরু করেছেন। যানবাহনের ভিড়ের কারণে এজতেমায় অবস্থানরত মুসল্লিরা দুই-এক দিনের মধ্যে মাঠ ছেড়ে যাবেন। আগামী ১৫ জানুয়ারি শুক্রবার থেকে আবার শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব এজতেমা। টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এমএ লতিফ জানান, তারা মাঠে এখনও অবস্থানরত মুসল্লিদের চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অব্যাহত রেখেছেন।
×